WB School Teacher Recruitment 2024: রাজ্যে সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে নতুন খুশির খবর। চলতি বছরে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে নতুন করে শিক্ষক ও শিক্ষিকা পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা খুব সহজে আবেদন নথিভুক্ত করতে পারবেন।
এক নজরে >>
এই পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বেতন কত থাকবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? কিভাবে আবেদন করবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।
সরকারী চাকরি: GDS পদের প্রথম মেধাতালিকা প্রকাশ হল পোস্ট অফিসের পক্ষ থেকে, WB GDS merit list 2024
WB School Teacher Recruitment 2024 Details: পশ্চিমবঙ্গে স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ বিস্তারিত
পদের নাম: এখানে বিভিন্ন সাবজেক্ট এর উপর ভিত্তি করে পদ অনুযায়ী নিয়োগ শুরু হয়েছে।
বেতন সীমা: প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে বিজ্ঞপ্তিতে বেতন বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু যখন চাকরি হবে সরকারি নিয়ম অনুযায়ী বেতন পাবেন।
WB School Teacher Recruitment 2024 Eligibility Criteria: কি কি যোগ্যতা থাকা দরকার
বয়স সীমা: যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: চাকরি প্রার্থীদের বিএ পাস করে থাকতে হবে এবং অনার্স নিয়ে। যোগ্যতা বিষয়ে এখানে বিভিন্ন রকম পদে বিভিন্ন রকম রয়েছে, তাই আবেদন করার পূর্বে নোটিশটি ভালো ভাবে দেখুন।
আরও পড়ুন: WB BSK Job Recruitment 2024: রাজ্যে সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু
How to Apply for the WB School Teacher Recruitment 2024: কিভাবে আবেদন করবেন
আবেদন পদ্ধতি: চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া স্ক্রিনশটটি উল্লেখ করা হয়েছে সেখানে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় চাকরিপ্রার্থীরা স্কুলের সরাসরি কাগজ পত্র জমা করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন স্কুল থেকে।
ঠিকানা: T.I.C, Bidhannagar Sontoshini Vidya Chakra ( H.S), At+P.O- Bidhannagar, Darjeeling, 734426.
আবেদন শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের পরে দশ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে চাকরি প্রার্থীদের। এছাড়াও যে ঠিকানাই উল্লেখ করা হয়েছে সেখানে সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন চাকরি প্রার্থীরা।
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
গুরুত্বপূর্ন লিংক
অফিসিয়াল নোটিফিকেশন | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Click Here |
নতুন চাকরির খবর | Click Here |