WB GDS merit list 2024: চলতি বছরে কিছুদিন আগে গ্রামীণ ডাক বিভাগের পক্ষথেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যে সকল চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করে ছিল তাদের ভাগ্য বদলাতে চলেছে। কারণ সেই আবেদনের ভিত্তিতে কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে? কাট অফ কত থাকবে? কিভাবে চেক করবে? বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।
এক নজরে >>
কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে? ( WB GDS merit list 2024)
চলতি বছরে যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা GDS পদে আবেদন কাদের সবথেকে বড় চিন্তা কবে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে। পোস্ট অফিসের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রথম মেরিট লিস্ট প্রকাশের কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি।
তবে অনুমান করা হয়েছে যে, এই মাসের শেষের দিকে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। কারণ, বিগত বছরে GDS পদে আবেদনের ঠিক 20 দিন পরে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। তাই, মনে হয় এবছরও একই ভাবে 20 দিন পরে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে।
চাকরির খবর: WB SDO অফিসে কর্মী নিয়োগ, বেতন, WB SDO Job Recruitment 2024
GDS কাট অফ কত থাকবে ( GDS Cut off 2024)
বর্তমানে চাকরির প্রতিযোগিতা এতটাই বেড়ে গেছে যে কত কাট অফ হবে তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা। কারণ, সার্কেল অনুযায়ী কাট অফ আলাদা থাকে। যে যায়গা থেকে আবেদন পত্র বেশি জমা পড়বে সেখানে কাট অফ ৯০ শতাংশ হতে পারে এবং যেখানে আবেদন পত্র কম জমা পড়বে সেখানে কাট অফ ৮০ শতাংশ হতে পারে। সাধারণত কাট অফ থাকে ৮০-৯০ শতাংশের মধ্যে। সুতরাং অনুমান করা হয়েছে যে এই বছরও কাট অফ ৮০-৯০ শতাংশের মধ্যে থাকবে।
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
GDS মেরিট লিস্ট কিভাবে দেখবেন ( How to check GDS merit list 2024)
GDS মেরিট লিস্ট প্রকাশিত হলে, নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করে সহজেই দেখতে পারবেন:
- প্রথমে প্রার্থীদের ভারতীয় গ্রামীণ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি এক্সেস করুন।
- এরপর হোম পেজে দেখবে রেজাল্ট কিংবা মেধা তালিকা বলে একটি লিংক থাকবে সেটিতে ক্লিক করুন।
- এরপর নিজের রাজের সার্কেল নির্বাচন করুন।এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে মেধা তালিকা ডাউনলোড করুন।
- এরপর নিজের নাম ও রোল নাম্বার দিয়ে আপনার নাম রয়েছে কিনা চেক করুন।
আরও পড়ুন: ১১০০০ টাকা বেতনে নতুন কর্মী নিয়োগ,WB Land Office DEO Recruitment 2024
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | www.Indiapost.gov.in |
নতুন চাকরির খবর | Click Here |