সরকারী চাকরী

উচ্চ মাধ্যমিক পাশে চাকরি,DHFWS Paschim Medinipur Recruitment 2024

DHFWS Paschim Medinipur Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DHFWS Paschim Medinipur Recruitment 2024: পচিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য রইল সবচেয়ে বড় সুখবর। রাজ্যের জেলা সাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষথেকে নতুন করে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে।

যে সকল আবেদন কারীর এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন, বয়স সীমা কত থাকবে ? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

নতুন চাকরি: WB Railway Job Vacancy 2024: ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ, আবেদন শুরু হল

DHFWS Paschim Medinipur Recruitment 2024: উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

পদের নাম: বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ: মোট ৪ জন কর্মী নিয়োগ করা হবে।

বেতন সীমা: যে সকল প্রার্থীরা এখানে আবেদন করে চাকরি ভাবে তাদেরকে শুরুতে প্রতিমাসে 22000/- টাকা বেতন দেওয়া হবে।

DHFWS Paschim Medinipur Recruitment 2024 Eligibility Criteria: কারা কারা আবেদন করতে পারবে

বয়স সীমা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৯ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

নতুন খবর: WB Gram Panchayat Recruitment 2024: ৬,৬৫২ শুন্যপদে গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিলাপ শুরু হল! এইভাবে আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চমাধ্যমিক পাশ, এমএসসি, ডিগ্রি ও ডিপ্লোমা।

How to apply for the DHFWS Paschim Medinipur Recruitment 2024: কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

  • এরজন্যে প্রথমে DHFWS পশ্চিম মেদিনীপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন লিংকে ক্লিক করুন।
  • তারপর অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করুন।
  • তারপর অনলাইনের মাধ্যমে নথি গুলো জমা করুন।
  • তারপর আবেদন মুল্য প্রদান করুন।
  • তারপর সাবমিট বটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিন।

নিয়োগ প্রক্রিয়া: এখানে আবেদনকারী নিযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।

স্কলারশিপ: WB ICDS Anganwadi Result Published 2024, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী রেজাল্ট প্রকাশিত হলো

আবেদন ফ্রি: এখানে আবেদন করার ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মুল্য জমা করতে হচ্ছে ১০০ টাকা এবং এসটি, এসসি ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মুল্য জমা করতে হচ্ছে ৫০ টাকা। আবেদন মূল্য জমা করবেন অনলাইনের মাধ্যমে।

আবেদনের সময়সীমা: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনটি শুরু হচ্ছে আজ ১৭/০৮/২০২৪ তারিখে এবং শেষ হবে আগামী ৩১/০৮/২০২৪ তারিখে।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল নোটিফিকেশনClick here
আবেদন লিংকApply now
সরকারি চাকরির খবরClick here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update