অন্যান্য খবর

WB ICDS Anganwadi Result Published 2024, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী রেজাল্ট প্রকাশিত হলো

WB ICDS Anganwadi Result Published 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS Anganwadi Result Published 2024: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ICDS অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়ে গেল। রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও নতুন করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করেছে। সেখানে প্রার্থীর নাম ও কোন সেন্টারে অ্যাপ্লিকেশন করেছে? কোথায় নিয়োগ করা হবে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

নতুন চাকরি: WB Zilla Parishad Job Vacancy 2024: জেলা পরিষদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে

WB ICDS Anganwadi Result Published 2024 Details: অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষার পর ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা হয় এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 1/011/2019 সালে। সেখানে Khatra II (Hirbandh) ব্লকে নিয়োগ করা হবে।

যে সকল চাকরিপ্রার্থী এই ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল পরীক্ষায় কে কত নম্বর পয়েছে তাদের একটা তালিকা নিম্নে PDF দেওয়া হল। পরবতী সময়ে নিজের PDF ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে।

আরও পড়ুন:WB Aadhar department job recruitment 2024: আধার দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু

ICDS অঙ্গনওয়াড়ি কর্মীর ফলাফল কিভাবে দেখতে পারবেন নিম্নে দেখুন।
১) সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর রিক্রুটমেন্ট অপশনে সরাসরি ক্লিক করবেন।
২) তারপর ডাউনলোড নোটিফিকেশন অপশন এ ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন।
৩) এছাড়াও এই প্রতিবেদনের নিচে সরাসরি পিডিএফ ডাউনলোডের লিংক দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য।

অঙ্গনারী কর্মীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রাজ্যের বাঁকুড়া জেলায়। যে সকল চাকরিপ্রার্থী বাঁকুড়া জেলা থেকে আবেদন করেছেন অথবা পরীক্ষা দিয়েছেন তারা অপেক্ষা করে রয়েছেন কবে থেকে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে। অবশেষে তাদের অবসান ঘটলো।

স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

Result LinkClick Here
নতুন চাকরির খবর Click Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update