সরকারী চাকরী

HAL Job Recruitment 2024 Notification: হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেডে প্রচুর কর্মী নিয়োগ

HAL Job Recruitment 2024 Notification
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HAL Job Recruitment 2024 Notification: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রইলো বড়ো সুখবর। হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড (HAL) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রার্থীদের ১৬৬টি শূন্যপদে নিয়োগ করতে চাইছে। বর্তমান যুগে দাঁড়িয়ে চাকরি পাওয়া খুবই কঠিন তাই কোনো রকম কাজ করতে নিজেকে ছোট ভাবা উচিত নয়।

তাই যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন কত দেওয়া হবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

আরও পড়ুন: WB Supervisor Job Recruitment 2024: রাজ্যে সুপারভাইজার পদে নতুন কর্মী নিয়োগ শুরু

HAL Job Recruitment 2024 Notification: হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেডে প্রচুর কর্মী নিয়োগ

পদের নাম: হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড (HAL) এর পক্ষথেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। যে গুলি হলো —

  • ডিপ্লোমা টেকনিশিয়ান (সিভিল)
  • ডিপ্লোমা টেকনিশিয়ান (ধাতুবিদ্যা)
  • ডিপ্লোমা টেকনিশিয়ান (যান্ত্রিক)
  • ডিপ্লোমা টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল)
  • টেকনিশিয়ান ( বৈদ্যুতিক)
  • টেকনিশিয়ান ( ফিটার)
  • টেকনিশিয়ান ( শিট মেটাল)
  • টেকনিশিয়ান ( ফাউন্ড্রিম্যান)
  • টেকনিশিয়ান (ওইল্ডার)
  • প্রযুক্তিবিদ ( জন্ত্রবীদ)
  • টেকনিশিয়ান (ইলেকট্রোপ্লেটার)

মোট শূন্য পদ: এখানে মোট ১৬৬ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তবে প্রত্যেকটি পদের জন্য কর্মী নিয়োগের সংখ্যা ভিন্ন। কোন কোন পদের জন্য কত শূন্য পদে রয়েছে সেগুলি হল —

পদের নাম শূন্য পদের সংখ্যা
ডিপ্লোমা টেকনিশিয়ান (সিভিল)০১
ডিপ্লোমা টেকনিশিয়ান (ধাতুবিদ্যা) ০১
ডিপ্লোমা টেকনিশিয়ান (যান্ত্রিক)২৬
ডিপ্লোমা টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল)১৫
টেকনিশিয়ান ( বৈদ্যুতিক) ১৫
টেকনিশিয়ান ( ফিটার) ১০১
টেকনিশিয়ান ( শিট মেটাল)০২
টেকনিশিয়ান (ওইল্ডার) ০১
প্রযুক্তিবিদ ( জন্ত্রবীদ)০১
টেকনিশিয়ান (ইলেকট্রোপ্লেটার)০১

নতুন চাকরি: WB ICDS Anganwadi Result Published 2024, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী রেজাল্ট প্রকাশিত হলো

বেতন সীমা: যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করার পর চাকরিতে যোগদান করবে তাকে শুরুতে প্রতি মাসে 44796 টাকা করে বেতন দেওয়া হবে।

HAL Job Recruitment 2024 Notification Eligibility Criteria: কারা আবেদন করতে পারবে

বয়স সীমা: আবেদন কারীদের বয়স সর্বোচ্চ 28 বছরের মধ্যে থাকতে হবে তবেই আবেদনের যোগ্য হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সের ছাড় থাকে তেমনি ছাড় থাকবে।

শিক্ষাগত যোগ্যতা: উপরোক্ত সব পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ উত্তীর্ণ হতে হবে। এই নিয়ে আরো ভালোভাবে জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

সরকারি চাকরি: WB Gram Panchayat Recruitment 2024: ৬,৬৫২ শুন্যপদে গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিলাপ শুরু হল! এইভাবে আবেদন করুন

How to apply for the HAL Job Recruitment 2024 Notification: কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি:

  • প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • এরপর আপনার মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দিয়ে একটি অ্যাকাউট তৈরি করুন।
  • তারপর আপনার সমস্ত কিছু তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং দরকারি নথিপত্র গুলি আপলোড করুন।
  • এরপর ধার্য আবেদন ফি প্রদান করে আবেদন ফর্মটি জমা করুন।
  • এবং ভবিষ্যতে আরো প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট বের করেনিন।

আবেদন ফি: অসংরক্ষিত প্রার্থীদের জন্য – ২০০/- টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত প্রার্থীদের জন্য – কোনো ফি জমা করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে।

স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে আগামী ২৮/০৮/২০২৪ তারিখের মধ্যে।

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.hal-india.co.in

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update