সরকারী চাকরী

CSL Apprentice Recruitment 2024: কোচিন শিপইয়ার্ডে লিমিটেডে প্রচুর নিয়োগ চলছে!

CSL Apprentice Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

CSL Apprentice Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কোচিন শিপইয়ার্ডে লিমিটেড (CSL) এর তরফ থেকে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। আপনি যদি আইটিআই ডিগ্রি অর্জন করে থাকেন, তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। যেখানে প্রার্থীদের আগামী ২৩ সে অক্টোবর এর মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।

এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

আর পড়ুন: WB 10th Pass Jobs 2024: বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ চলছে!

CSL Apprentice Recruitment 2024 Details: কোচিন শিপইয়ার্ডে লিমিটেডে প্রচুর নিয়োগ চলছে!

পদের নাম: বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ট্রেড শিক্ষানবীশটেকনিশিয়ান (শিক্ষানবিশ) প্রচুর নতুন কর্মী নিয়োগ করা হবে।

ট্রেড শিক্ষানবীশ:

পদের নামশূন্যপদের সংখ্যা
ইলেকট্রিশিয়ান৪২ টি
ফিটার৩২ টি
ওয়েল্ডার৪২ টি
যন্ত্রবিদ০৮ টি
ইলেকট্রনিক মেকানিক১৩ টি
ইন্সট্রুমেন্ট মেকানিক১২ টি
ইন্সট্রুমেন্ট মেকানিক১২ টি
ড্রাফটসম্যান (যান্ত্রিক)০৬ টি
ড্রাফটসম্যান (সিভিল)০৪ টি
চিত্রকর সাধারণ০৮ টি
মেকানিক মেটারিয়ন১০ টি
শিট মেটাল কর্মী৪১ টি
শিপ রাইট কাট১৮ টি
মেকানিক ডিজেল১০ টি
পাইপ ফিটার৩২ টি
মেরিন ফিটার২০ টি
রেফ্রিজারেস্যাশন ও কন্ডিশন মেকানিক০১ টি

টেকনিশিয়ান (শিক্ষানবিশ):

পদের নামশূন্যপদের সংখ্যা
একাউন্টিং এবং ট্যাক্সেশন০১ টি
বেসিক নার্সিং এবং প্যালিয়েটিভ কেয়ার০১ টি
গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা০২ টি
বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স প্রযুক্তি০১ টি
খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবস্থা০৩ টি

স্কলারশিপ: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কাদের জন্য জানুন বিস্তারিত,(Swami Vivekananda scholarship SVMCM)

বেতন সীমা: এখানে যেহেতু ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে । তাই প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা বেতন সীমা রয়েছে।

CSL Apprentice Recruitment 2024 Eligibility Criteria: কোচিন শিপইয়ার্ডে লিমিটেডে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: আগ্রহ প্রার্থীদের উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য নিচে দেওয়া শিক্ষাগত যোগ্যতা অর্জন করা আবশ্যক।

  • ট্রেড শিক্ষানবিশ: এই পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে।
  • টেকনিশিয়ান শিক্ষানবিশ: এই পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ভোকেশনাল কোর্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এবং সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি

বয়স সীমা: উপরের পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

How to Apply CSL Apprentice Recruitment 2024 : কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রাথীদের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সকল প্রার্থীরা আবেদন করেতে ইচ্ছুক তারা নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করলেই সহজে আবেদন করতে পারবে।

  • প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • তারপর ক্যারিয়ার বিভাগে ক্লিক করে আবেদন লিংকটি সন্ধান করুন।
  • তারপর “Apply Online” অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সঙ্গে দরকারি ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করে জমা করুন।

মক টেস্ট: মাধ্যমিক ইতিহাসের Mock Test অধ্যায় ১ পার্ট ১|Madhyamik history Chapter 1 Mock Test Part 1

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু০৯/১০/২০২৪
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ২৩/১০/২০২৪ 

গুরুত্বপূর্ন লিংক

অফিসিয়াল নোটিসDownload PDF
আবেদন লিঙ্কApply Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.cochinshipyard.in
সরকারি চাকরিClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update