স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কাদের জন্য জানুন বিস্তারিত,(Swami Vivekananda scholarship SVMCM)

Swami Vivekananda scholarship
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Swami Vivekananda scholarship: পশ্চিমবঙ্গের সকল ছাত্র-ছাত্রীদের জন্য একটি হল তোমার সেরা স্কলারশিপ হল ” স্বামী বিবেকানন্দ স্কলারশিপ”। স্কলারশিপের মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করা। এখানে কারা আবেদন করতে পারবে? কিভাবে তোর আবেদন করবে? কত শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে? সকল বিষয়ে বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে।

চাকরির খবর: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ,WB ICDS Anganwari Job Recruitment

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি? ( What is Swami Vivekananda scholarship?)

পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত সকল ছাত্রদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যেই এই স্কলারশিপ চালু করা হয়েছে। যারা টাকার অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে না অথবা টাকার অভাবে অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য উচ্চ শিক্ষা তহবিল থেকে তাদের পড়াশোনা খরচ চালানোর জন্য এই স্কলারশিপ।

কারা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ?

পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষার উচ্চ মাধ্যমিক স্তর থেকে স্নাতক স্তর পর্যন্ত ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনা পশ্চিমবঙ্গের মধ্যেই চালিয়ে যাচ্ছে। এই সকল ছাত্র ছাত্রীরাই পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

যোগ্যতা মানদণ্ড

  • এখানে আবেদন করা ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত কোন স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় এর মধ্যে পড়াশোনা করতে হবে।
  • যে ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করবে তাকে অবশ্যই ৬০% নম্বর ( 60% marks) পেতে হবে।
  • ছাত্র বা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ২৫০০০০ (২.৫ লক্ষ্য টাকার নিচে থাকতে হবে।

কোন কোর্সের জন্য কত টাকা পাবে

কোর্সের নামনম্বরবার্ষিক মোট টাকার পরিমান
একাদশ ও দ্বাদশ শ্রেণীনতুন আবেদনের জন্য ৬০% নম্বর দরকার১২০০০/- টাকা
কলেজ- (কলা বিভাগ/বিজ্ঞান বিভাগ/বাণিজ্য বিভাগ)নতুন আবেদনের জন্য ৬০% নম্বর দরকার১২০০০/- টাকা থেকে ১৮০০০/- টাকা
বিশ্ববিদ্যালয়- কলা বিভাগ/বাণিজ্য বিভাগ/বিজ্ঞান বিভাগ/ অন্যান্য UG কোর্সনতুন আবেদনের জন্য ৫০% নম্বর দরকার২৪০০০/- টাকা থেকে ৩০০০০/- টাকা
মেডিকেল কোর্স/BSc নার্সিং কোর্স/ফার্মেসি কোর্সনতুন আবেদনের জন্য ৬০% নম্বর দরকার৬০০০০/- টাকা
GNM Nursing,
D. Pharm,
Diploma Paramedical
নতুন আবেদনের জন্য ৬০% নম্বর দরকার১৮০০০/- টাকা

স্কলারশিপ: WB Medhashree Scholarship 2024: মেধাশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের একাউন্টে ৮০০টাকা দেওয়া শুরু! কারা পাবে দেখুন

কি কি ডকুমেন্ট লাগবে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের যে সকল ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হল

  • পরিচয় পত্র
  • আগের পরীক্ষার মার্কশিট
  • পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট
  • এডমিশন ফি রশিদ
  • রঙিন পাসপোর্ট ফটো
  • শিক্ষার্থীর স্বাক্ষর
  • ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
  • মোবাইল নম্বর
  • ইমেল আইডি

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আবেদন করবে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য নিচে দেওয়া দেওয়া ধাপ গুলি অবলম্বন করলে সহজেই আবেদন করতে পারবে।

  • প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে New রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে Registration করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যা পরবর্তী সময়ে কাজে লাগবে।
  • তারপরে রেজিস্ট্রেশনের Application ID দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • আবেদন করার সময় যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • এরপর নিজের রঙিন পাসপোর্ট ফটো দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবে।
  • তবে মনে রাখবে সাবমিট করার আগে ভালো হবে একবার সম্পূর্ণ আবেদন পত্রটি দেখে নেন কথা যদি ভুল হয় তার সংশোধন করে দেবেন কারণ সাবমিট করার পরে আর কোন সংশোধন করা যাবে না
  • এরপর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল নোটিফিকেশনClick Here
আবেদন লিংকClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update