সরকারী চাকরী

FSSAI Apprentice Recruitment 2024: খাদ্য দপ্তরে প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ

FSSAI Apprentice Recruitment 2024: খাদ্য দপ্তরে প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

FSSAI Apprentice Recruitment 2024: ভারতের সকল অপেক্ষারত ছাত্র – ছাত্রীদের জন্য সুখবর। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) পক্ষ থেকে প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) তরফে একাধিক পদে ইন্টার্নশিপ নিয়োগ করা হবে।

এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

আরও পড়ুন: IPPB SO Recruitment 2024 Short Notification: ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে নতুন কর্মী নিয়োগ

FSSAI Apprentice Recruitment 2024 Details: খাদ্য দপ্তরে প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)
প্রধান দায়িত্বখাদ্য সুরক্ষার মান নির্ধারণ এবং প্রয়োগ, খাদ্য উৎপাদন, সঞ্চয়, বিতরণ, আমদানি এবং বিক্রয় নিয়ন্ত্রণ, খাদ্য সুরক্ষা সচেতনতা বৃদ্ধি।
পদের নামইন্টার্নশিপ

FSSAI Apprentice Recruitment 2024 Criteria: কি কি থাকা দরকার

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্যাজুয়েশন সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি নিম্নলিখিত যোগ্যতা গুলোর মধ্যে একটি থাকতে হবে।

  •  রসায়ন, বায়োকেমিস্ট্রি, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ভোজ্যতেল টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ডেইরি টেকনোলজি, এগ্রিকালচারাল বা হর্টিকালচারাল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, টক্সিকোলজি, জনস্বাস্থ্যের মতো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি।
  • ব্যবসায় প্রশাসন এবং ব্যবস্থাপনা, নীতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি অর্জন করতে হবে।
  • সাংবাদিকতা, গণযোগাযোগ এবং জনসংযোগে পিজি ডিপ্লোমা/ডিগ্রী।
  • কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, বা সম্পর্কিত স্ট্রিমগুলিতে B.E./B.Tech ডিগ্রি সম্পূর্ণ করতে হবে।

স্কলারশিপ: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কাদের জন্য জানুন বিস্তারিত,(Swami Vivekananda scholarship SVMCM)

বয়স সীমা: FSSAI তরফে  থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে। প্রাপ্তবয়স্কের পাশাপাশি নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারাই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের‌ নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে।

মাসিক বৃত্তি : FSSAI ইন্টার্নশিপ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ট্রেনিং চলাকালীন মাসিক ১০,০০০ টাকা মাসিক বৃত্তি প্রদান করা হবে। যার ফলে চাকরি প্রার্থীরা ইন্টার্নশিপ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আরো বেশি মনোযোগী হতে পারবেন।

How to Apply FSSAI Apprentice Recruitment 2024: কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রাথীদের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সকল প্রার্থীরা আবেদন করেতে ইচ্ছুক তারা নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করলেই সহজে আবেদন করতে পারবে।

  • আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যথাযথ নথিপত্র প্রদান করতে হবে।
  • এছাড়াও কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড দিতে হবে।
  • সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ন হবে।

সরকারী চাকরি: National Investigation Agency Recruitment 2025:ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! বেতন ২৯,২০০ টাকা

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু১৭ /১২ /২০২৪
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ২৫/১২ /২০২৫

গুরুত্বপূর্ন লিংক

অফিসিয়াল নোটিসDownload PDF
আবেদন ফর্মDownload
অফিসিয়াল ওয়েবসাইটfssai.gov.in
সরকারি চাকরিClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update