WB University Contractual Recruitment 2024: রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর। চলতি বছরে রাজ্যের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে চুক্তি ভিত্তিক প্রকল্প সহকারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মহিলা এবং পুরুষ সকলে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বয়স সীমা কত লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সব কিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আরও পড়ুন: WBPSC Clerkship Recruitment 2024: WBPSC -র মাধ্যমে Clerkship নিয়োগের বিজ্ঞপ্তি
WB University contractual Recruitment Details: রাজ্যে বিশ্ববিদ্যালয়ে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ
পদের নাম: উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে সহকারী বা প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে।
বয়স সীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছর বা এর মধ্যে তবে সমস্ত সংরক্ষিত ও মহিলাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
WB University contractual Recruitment Criteria: রাজ্যে বিশ্ববিদ্যালয়ে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের শেষ 55% নম্বর সহ রসায়নে M.Sc তে পাশ করে থাকতে হবে।
বেতন সীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে আবেদন কারীদের প্রতিমাসে ১২০০০ টাকা করে দেওয়া হবে।
স্কলারশিপ: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কাদের জন্য জানুন বিস্তারিত,(Swami Vivekananda scholarship SVMCM)
How to Apply for WB University contractual Recruitment: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: এক্ষেত্রে যোগ্যতার নিরিখে যে সমস্ত প্রার্থী আবেদন জানাতে ইচ্ছুক তাদের প্রথমে একটি বায়োডাটা বা সিভি প্রস্তুত করতে হবে। যেখানে প্রার্থীর সমস্ত জরুরি তথ্য সহ বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ থাকবে। এরপর ওই আবেদন পত্রের সঙ্গে জরুরি সমস্ত ডকুমেন্টস সমূহের কপি দিয়ে সরাসরি ইমেইলে জমা করতে হবে। মনে রাখতে হবে নোটিশ প্রকাশের ১৫ দিনের মধ্যে এই আবেদন গ্রহণ করা হবে।
Email: [email protected]/[email protected]
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের নিয়ে একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তারপর ওই তালিকা অনুযায়ী প্রার্থীদের জন্য ইন্টারভিউ এর আয়োজন করা হবে। সবশেষে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হবে।
Note: মনে রাখতে হবে নোটিশ প্রকাশের ১৫ দিনের মধ্যে এই আবেদন গ্রহণ করা হবে।
চাকরির খবর: WB Govt Job Recruitment 2024: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ,বয়স 18 বছর হলেই সুযোগ
গুরুত্বপূর্ন লিংক
অফফিশিয়াল বিজ্ঞপ্তি | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | www.nbu.ac.in |
সরকারি চাকরি | Click Here |