স্কলারশিপ

WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

WB 10th Pass Scholarship 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB 10th Pass Scholarship 2024: পশ্চিমবঙ্গের সকল ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। মধ্যামিক পাশ করে থাকলেই পাবে 5 টি স্কলারশিপ পাওয়ার সুযোগ। মাধ্যমিকের ফলাফল কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে এবং নতুন করে স্কলারশীপের আবেদনও শুরু হয়েছে। যে সকল দরিদ্র পরিবারের ছেলে মেয়ে মাধ্যমিকের পর তাদের পড়াশোনা চালিয়ে যেতে চায়। তারা মাধ্যমিকের পর পড়াশুনা চালানোর জন্য যে খরচ হবে তা কিন্তু স্কলারশিপ দিয়ে কিছুটা হলেও সম্পূর্ণ করতে পারবে।

আরও পড়ুন: HS AI Subjects Add: উচ্চ মাধ্যমিকে AI পড়ানোর সুযোগ! সবাই কি পাবে? কি জানালো সংসদ, নোটিশ দেখে নিন

WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই স্কলারশিপ

মাধ্যমিক পাস করার পরে যে 5 টি স্কলারশিপ এ আবেদন করা যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে।

মাধ্যমিক পাশের পর তোমরা যে সব স্কলারশিপে আবেদন করতে পারবে সেগুলি হলো।

স্কলারশিপ: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কাদের জন্য জানুন বিস্তারিত,(Swami Vivekananda scholarship SVMCM)

এই ৫টি স্কলারশিপে আবেদন কিভাবে করবেন কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিষয় নিচে দেখানো হয়েছে।

আবেদন করুন: Kolkata Metro Rail Recruitment 2024: কলকাতা মেট্রোতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৪ সালে মাধ্যমিক পাস করেছে তারাই এই পাঁচটি স্কলারশীপে আবেদন করতে পারবেন। এর মধ্যে কিছু স্কলারশিপে ৬০% নম্বর আর কিছুই স্কলারশিপে ৬৫% নম্বর তুলে পাস করতে হবে। তাহলে সরাসরি এখানে আবেদন করতে পারবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ : WB 10th Pass Scholarship 2024

যে সকল পরীক্ষার্থীরা কয়েক দিন আগেই প্রকাশিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে করা করা আবেদন করতে পারবেন। দেখে নাও

  • এখানে আবেদন করার জন্য পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার নিচে থাকতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করতে পারবেন।
  • সম্পূর্ণ আবেদন অনলাইনে এর মাধ্যমে নথিভুক্ত করতে হবে।
  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ১২,০০০/- টাকা থেকে স্কলারশিপ দেওয়া শুরু হয়।

পড়ুন: Wb Govt Jobs Recruitment 2024: রাজ্যে ক্লার্ক ও সহায়ক পদে নিয়োগ শুরু, আবেদন করুন

কয়েক দিন আগে ২০২৪ সালে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই এই স্কলারশিপ গুলীতে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়ে গেলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেওয়া হবে।

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update