HHW Job Recruitment 2024: পশ্চিমবঙ্গে সকল অপেক্ষারত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। চলতি বছরে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নতুন করে HHW পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশে রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে ছেলে ও মেয়ে উভয়ই।
এক নজরে >>
এখানে বিভিন্ন পদে কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স সীমা কত থাকবে? সকল প্রকার প্রশ্নের উত্তর পাবে এই প্রতিবেদনে। আর দেরি না করে প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নতুন খবর: WB Peon Job Vacancy 2024: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি, নিয়োগ শুরু!
HHW Job Recruitment 2024: মাধ্যমিক পাশে HHW পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে
পদের নাম : এখানে নতুন করে Honorary Health Worker পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার পূর্বেই এই প্রতিবেদনটি ভালো করে পড়ে অথবা বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে দেখে আবেদন করবে।
বয়স সীমা ( HHW Age Limit )
HHW পদে করার জন্য আবেদনকারী বয়স ১ জানুয়ারি দিয়ে ২৪ তারিখ অনুযায়ী ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত SC, ST, OBC, PwBd প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা ( HHW Education Qualification)
চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস (10th Pass) করে থাকতে হবে। মাধ্যমিক পাশে সুবর্ণ সুযোগ রয়েছে চাকরির প্রার্থীদের।
নতুন আপডেট: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
বেতন সীমা (HHW Salary)
আবেদন করার পরই চাকরি হলে মাসিক বেতন ৪,৫০০/- টাকা শুরুতে প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে এই HHW পদে চাকরি হলে।
আবেদন পদ্ধতি (How to apply HHW Jobs 2024)
চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অফলাইনে। আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে মুখ বন্ধ খামে ভরে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : চাকরিপ্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতার উপর নম্বর ভিত্তি করে এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে।
নতুন চাকরির খবর: WB Gram Panchayat Job Apply Process 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদে নিয়োগ শুরু?
আবেদন শেষ তারিখ : আগামী ২৬/০৭/২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে।
Notification | Download |
নতুন চাকরি খবর | Click Here |