WB Peon Job Vacancy 2024: রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য আরও একটা বড়ো সুখবর। চলতি বছরে যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘ দিন ধরে ভালো চাকরির অপেক্ষায় আছে তাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। নুন্যতম অষ্টম শ্রেণী পাশে ছেলে ও মেয়ে উভয়ই পিওন পদে বিভিন্ন অফিসে আবেদন শুরু হয়ে গেছে।
এক নজরে >>
এখানে বিভিন্ন পদে কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স সীমা কত থাকবে? সকল প্রকার প্রশ্নের উত্তর পাবে এই প্রতিবেদনে। আর দেরি না করে প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নতুন খবর: WB Health Job Recruitment 2024: স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ, আবেদন শুরু হয়েছে!
WB Peon Job Vacancy 2024: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি
পদের নাম কি : এখানে নতুন করে Peon, English Stenographer পদে নিয়োগ শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে।
বয়স সীমা ( Peon age Limit)
যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী ST, SC,OBC,PwBd প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় পাবে।
চাকরির খবর: TATA Steel Recruitment 2024:টাটা কোম্পানিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
চাকরি প্রার্থীকে এখানে আবেদন করার জন্য যেকোনো স্কুল বোর্ড থেকে নুন্যতম অষ্টম শ্রেণীর পাশ থাকে আবেদন করা যাবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বেতন সীমা ( Peon Salary)
পিয়ন পদে চাকরি হলে মাসিক বেতন ১৭,০০০/- হাজার টাকা প্রদান করা হবে শুরুতে। এর পাশাপাশি বাকি পথগুলির ক্ষেত্রে ৩২ হাজার ১০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে শুরুতে।
আবেদন পদ্ধতি কিভাবে (How to Apply for Peon Job)
- চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- সর্ব প্রথম ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
- এরপর অনলাইনে বাকি ফর্মটি ফিলাপ করে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস ডাউনলোড করে নিতে হবে।
- সর্বশেষে পুনরায় আবেদন ফরমটি একবার যাচাই করে সাবমিট করতে হবে।
নতুন আপডেট: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
আবেদনের শেষ তারিখ : আগামী আটই জুলাই ২:২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন পিয়ন পদে। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে দেখে আবেদন করবেন।
Notice Download | Download |
নতুন চাকরি খবর | Click Here |