HLL Job Recruitment 2024: চলতি বছরে অপেক্ষারত সকল চাকরি প্রার্থীদের বড়ো সুখবর। HLL Lifecare Limited পক্ষথেকে ১২১৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীর এখানে আবেদন করতে পারে।
এক নজরে >>
যে সমস্ত বেকার যুবক-যুবতী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তারা অবশ্যই HLL Lifecare Limited কোম্পানিতে আবেদন করে চাকরিতে নিযুক্ত হতে পারেন। সুবর্ণ সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের জন্য। এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বয়স কত লাগবে? শিক্ষায়গত যোগ্যতা কত লাগবে? সকল প্রশ্নের উত্তর পাবে এই প্রতিবেদনে। তাহলে আর দেরি না করে তারাতড়ি আবেদন করুন।
নতুন খবর: WB Clerk Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, অনলাইনে আবেদন শুরু
HLL Job Recruitment 2024: HLL দপ্তরে কর্মী নিয়োগ
১২১৭ টি শূন্যপদে কিভাবে আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, অবদান পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
পদের নাম: এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। প্রতিটি পদের নাম নিম্নে উল্লেখ করা হয়েছে চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। চাকরি প্রার্থীর যে কোন পদে তাদের পছন্দ মত আবেদন করতে পারবে।
মোট শূন্যপদ ( HLL Vacancy 2024)
HLL Lifecare Limited কোম্পানিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১২১৭টি শূন্য পদে নিয়োগ করা হবে।
বয়স সীমা (HLL Age Limit)
আবেদনকারী যোগ্য প্রার্থীদের বেতন সর্বোচ্চ 37 বছর মধ্যে থাকতে হবে তাহলে 1217 টি শূন্য পদে সরাসরি আবেদন নথিভুক্ত করতে পারবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী SC/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা( HLL Education Qualification)
এখানে চাকরিপ্রার্থীদের একসঙ্গে অনেক রকম পোস্টে নিয়োগ চলছে। তাই প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ও বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য দেখে আবেদন করবেন।
আরও পড়ুন: WB Peon Job Vacancy 2024: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি, নিয়োগ শুরু!
বেতন সীমা ( HLL Salary)
যে সকল প্রার্থীরা এখানে নিযুক্ত হবেন তাকে শুরুতে ১৪,০০০/- টাকা থেকে ৩২৫০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদন পদ্ধতি ( How to Apply HLL Job Recruitment 2024?)
চাকরি প্রার্থীদের এখানে দুটি ধাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। একটি হচ্ছে অফলাইন এর মাধ্যমে আরেকটি হচ্ছে ইমেল এর মাধ্যমে।
- প্রথমে এই (https://www.lifecarehll.com/careers) সাইটে গিয়ে Blank Application Form অপশনে ক্লিক করতে হবে।
- ফর্মটি ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ইমেইল বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে
- ইমেইল হল ([email protected])
ঠিকানা :
DGM (HR)
HLL Lifecare Limited
HLL Bhavan, #26/4
Velachery – Tambaram Main Road
Pallikaranai, Chennai – 600 100
PH: 044 2981 3733/ 34
আবেদনের শেষ তারিখ : আগামী ১৭ই জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা সরাসরি ইমেইল অথবা অফলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির খবর: Gramin Dak Sevak: পোস্ট অফিসে ৬২২২০টি শূন্য পদে কর্মী নিয়োগ!
Notification | Download |
অ্যাপ্লিকেশন ফর্ম | Download |
আমাদের সাইট | Click Here |