সরকারী চাকরী

AI Airport Job Recruitment 2024: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরি, ৩২৫৬টি শূন্যপদে

AI Airport Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AI Airport Job Recruitment 2024: চলতি বছরের আগ্রহী সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। বর্তমানে Ai Airport Service Limited এর পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তারা এয়ারপোর্টে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নতুন চাকরি: WB ICDS Recruitment 2024: মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল!

AI Airport Job Recruitment 2024: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরি

পদের নাম :– এখানে ভিন্ন ভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে নিম্নে পদের নাম গুলি উল্লেখ করা হয়েছে।

মোট শূন্যপদ – এখানে বিভিন্ন পদ মিলিয়ে মোট ৩,২৫৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

নতুন আপডেট: WB Peon Job Vacancy 2024: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি, নিয়োগ শুরু!

বয়স সীমা ( Age Limit)

চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়স উল্লেখ করা হয়েছে তাই প্রতিবেদনটি অথবা বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত বিষয়ে দেখে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা ( AI Airport job Education Qualification)

এখানে চাকরি প্রার্থীরা নূন্যতম মাধ্যমিক এবং স্নাতক পাস চাকরি প্রার্থীরাও আবেদন নথিভুক্ত করতে পারবেন। তবে বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা চাওয়া হয়েছে।

বেতন সীমা (Salary)

আবেদনের পর চাকরি প্রার্থী চাকরিতে নিযুক্ত হলে তাকে মাসে 22 হাজার 530 টাকা বেতন শুরুতে প্রদান করা হবে। তবে রাখবে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন ভাগ করে দিয়েছে বিজ্ঞপ্তিতে। বেতন বিষয়ে আরও বেশি জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেবেন।

আবেদন পদ্ধতি ( How to Apply For AI Airport job 2024)

চাকরি প্রার্থীদের আবেদন এখানে কোন রকম করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন আবেদন পত্রটি ফিলাপ করে ইন্টারভিউয়ের স্থানে সঠিক সময় উপস্থিত হতে হবে।

নতুন স্কলারশিপ: WB Medhashree Scholarship 2024: মেধাশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের একাউন্টে ৮০০টাকা দেওয়া শুরু! কারা পাবে দেখুন

নিয়োগ প্রক্রিয়া – চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

ইন্টারভিউ শুরুর তারিখ – আগামী ১২ ই জুলাই ২০ ২৪ তারিখ থেকে ১৬ জুলাই ২২৪ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ দিতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য অফিসের নোটিসটি ফলো করুন।

আর পড়ুন: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

NotificationDownload
নতুন চাকরি খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update