স্কলারশিপ

Valvoline Muskaan Scholarship: এবার ছাত্র ছাত্রীরা পাবে ১২০০০ টাকা! সুখবর

Valvoline Muskaan Scholarship
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Valvoline Muskaan Scholarship: ভারতের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছে ‘Valvoline‘ নামক একটি সংস্থা। যার পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিরাট কোহলি। সাধারণত এই কোম্পানীটি বাইক এবং ইঞ্জিন সংক্রান্ত অয়েল এর ক্ষেত্রে ট্রেড করে। সম্প্রতি এই সংস্থাটি সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় সহযোগী করার জন্য মুসকান স্কলারশিপ (Muskan Scholarship) নামে এই প্রোগ্রাম চালু করেছে।

এই স্কলারশিপ ঘোষণা করার পেছনে তাদের মূল উদ্দেশ্য হলো, যাতে পারিবারিক প্রতিকূলতা হওয়া সত্ত্বেও ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহণে কোনোরকম বাধা না আসে। চলুন তবে জেনে নেওয়া যাক এই স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করা যাবে, এর জন্য যোগ্যতা কত লাগবে এবং নানান বিস্তারিত তথ্য (Valvoline Muskaan Scholarship)।

নতুন খবর: WB ICDS Recruitment 2024: মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল!

Valvoline Muskaan Scholarship: আবেদনের যোগ্যতা

মুসকান স্কলারশিপে আবেদনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পাঠরত ছাত্র-ছাত্রীরা যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্য ছাত্র ছাত্রীদের পূর্ববর্তী ক্লাসে ৬০% বা তার থেকে বেশি নম্বর থাকতে হবে। এছাড়া আবেদন কারী শিক্ষার্থীর পরিবারের বছরের আয় ৮ লক্ষ টাকার কম থাকতে হবে। আর এক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বাবা মা যদি মেকানিক, গাড়ির ড্রাইভার বা ইঞ্জিন সংক্রান্ত কাজকর্ম করেন, তবে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন।

কত টাকা পাবে

এই স্কলারশিপের মাধ্যমে সকল যোগ্য ছাত্র ছাত্রীরা বছরে এককালীন ১২০০০ টাকা পাবে। এই টাকা তারা তাদের পড়াশোনা অর্থাৎ টিউশন ফি, বই খাতা এছাড়া অন্যান্য পড়াশোনা খরচের জন্য ব্যয় করবে।

স্কলারশিপ: WB Medhashree Scholarship 2024: মেধাশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের একাউন্টে ৮০০টাকা দেওয়া শুরু! কারা পাবে দেখুন

প্রয়োজনীয় নথিপত্র

মুসকান স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীর নিজস্ব পরিচয় পত্র, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। চলতি শিক্ষাবর্ষে প্রার্থীদের ভর্তি রশিদ, বিগত ক্লাসের বৈধ মার্কশিট ও সার্টিফিকেট, প্রার্থীর পারিবারিক বার্ষিক আয়ের বৈধ রশিদ, প্রার্থীর অভিভাবকের পেশার প্রমাণপত্র, স্থানীয় এলাকায় বসবাসের প্রমাণপত্র, প্রার্থীর নিজস্ব ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি এবং প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রভৃতি লাগবে।

কি ভাবে আবেদন করবে Valvoline Muskaan Scholarship?

মুসকান স্কলারশিপে (Valvoline Muskaan Scholarship) প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিংবা নিচে দেওয়া সরাসরি আবেদন লিংকে ক্লিক করলেই আবেদনের পেজে চলে যাবেন এবং আপনার সামনে স্টার্ট এপ্লিকেশনের বাটন চলে আসবে। এটিতে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদনপাত্রে প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।

চাকরির খবর: WB Peon Job Vacancy 2024: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি, নিয়োগ শুরু!

আবেদন শেষের তারিখ

এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়ে এখনো জানানো হয়নি। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।

গুরুত্বপূর্ন লিংক

আবেদন লিংকApply Now
অফিসিয়াল ওয়েবসাইটSite Link
নতুন চাকরির খবর Click Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update