Anandadhara Scheme: নতুন বছর শুরুর আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) আনন্দধারা প্রকল্প (Anandadhara Scheme 2025) নিয়ে হাজির হয়েছেন। রাজ্য সরকারের (Government of West Bengal) পক্ষ থেকে মহিলাদের জন্য অনেক সরকারি প্রকল্প (Govt Scheme for Women) নিয়ে আসা হয়েছে। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবচেয়ে জনপ্রিয়, আর এবারে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই নতুন সরকারি প্রকল্প আনা হয়েছে।
এক নজরে >>
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আর্থিক দিক থেকে সুরক্ষা রাখতে নুতন নুতন বিভিন্ন রকম প্রকল্পের উদ্যোগ নিয়েছেন,যার মাধ্যমে রাজ্যের জনগণ অনেক উপকৃত হচ্ছেন।
স্কলারশিপ: NMMSE Scholarship: বছরে ১২০০০ টাকা ন্যাশনাল মেরিট স্কলারশিপ, আবেদন শুরু!
পশ্চিমবঙ্গ আনন্দধারা প্রকল্প ২০২৫
রাজের মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের দক্ষতা তুলে ধরতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী গুলোকে আর্থিক সহায়তা প্রদান করেন। রিপোর্টে জানা গিয়েছে, এই স্বনির্ভর গোষ্ঠী গুলোর আর্থিক সহায়তার পরিমাণ আরও ১০ কোটি বাড়িয়ে দেওয়া হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ১২ লক্ষ ১ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গুষ্টি গুলোর সঙ্গে প্রায় ১.২১ কোটি পরিবার যুক্ত রয়েছেন।
Govt Scheme for Women in West Bengal (Anandadhara Scheme 2025)
স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার প্রধান উদ্দেশ্যই হল গ্রামীন এলাকার মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত যে সমস্ত মহিলা রয়েছেন, যারা সেলাই এর পারদর্শী হয়ে থাকেন আবার কেউ হোমমেড খাবার ও বিভিন্ন রকম শৈল্পিক নৈপুূর্ণতা দিয়ে বিভিন্ন জিনিস গড়ে তোলেন। এই সমস্ত প্রতিভা গুলিকে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই শৈল্পিক সত্তাকে সব জায়গায় প্রকাশ করার জন্যই স্বনির্ভর গোষ্ঠী চালু করা হয়েছে।
সরকারী চাকরি: WB Govt Job Recruitment 2024: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ,বয়স 18 বছর হলেই সুযোগ
গ্রামের মহিলাদের বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় বিক্রি করার মাধ্যমে যে অর্থ উপার্জন হয় সেই অর্থ ই স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Groups) সঙ্গে যুক্ত মহিলাদেরকে দেওয়া হয়। এছাড়া সরকারি স্কুলের যে ইউনিফর্ম গুলো সিজিএসটিআর বিনামূল্যে দেওয়া হয় সেই ইউনিফর্ম তৈরির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিয়েছেন, যাতে স্বনির্ভর গোষ্ঠীর সাথে নিযুক্ত ব্যক্তিরা একটু বেশি আর্থিক সচ্ছলতা পেতে পারে।
রাজ্য সরকার আনন্দধারা প্রকল্পে মহিলাদের 10 কোটি টাকা দিচ্ছে (anandadhara scheme in bengali)
বর্তমানে বিভিন্ন জায়গায় যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাতেও স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিস নিয়ে একটি পসরা বসে, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি আচার, বিভিন্ন কারুকার্য সেলাই, আসন, ঘর সাজাবার জিনিস প্রভৃতি বিক্রি হয়।
আগামী বছরও রাজ্য সরকারের তরফ থেকে দেশবন্ধু পার্কে ১০ ই জানুয়ারি এবং পার্ক সার্কাস ময়দানে ২৪ জানুয়ারি দুটি মেলার উদ্বোধন করা হয়েছে, যেখানে এই স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিসপত্র বিক্রয় করা হবে।
আরও পড়ুন: IPPB SO Recruitment 2024 Short Notification: ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে নতুন কর্মী নিয়োগ
২০২৪ সালে অনুষ্ঠিত ২১ টি মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী গুলি প্রায় ১২.২১ কোটি টাকার পণ্য বিক্রয় করেছিল। শুধু তাই নয়, রাজ্যের পাশাপাশি বিহার, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, দিল্লি সহ বিভিন্ন রাজ্যের মেলায় অংশগ্রহণ করেছে স্বনির্ভর গোষ্ঠী গুলি। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা যদি কোন কারনে মেলা বা কোন জায়গায় এসে পণ্য বিক্রয় করতে না পারে, তার জন্য আরেকটি বড় সুযোগ করে দিয়েছেন, সেটি হল বাড়িতে বসে অনলাইন মাধ্যমে বিক্রয় করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন।
স্বনির্ভর গোষ্ঠীর পণ্য গুলিকে ডিজিটাল প্লাটফর্মে তুলে আনতে রাজ্য সরকার ই-বিক্রয় কেন্দ্র চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মহিলারা ঘরে বসেই তাদের তৈরি পণ্য অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারবে। এই উদ্যোগ গ্রহণ করার ফলে অনেক মহিলারা বাড়িতে বসেই আর্থিক সুরক্ষা পাচ্ছেন। মহিলারা তাদের নিজেদের পায়ে দাড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম পেয়েছেন সেই সাথে নিজেদের প্রতিভাকে সর্ব জায়গায় প্রকাশ করার জন্য একটি মাধ্যম পেয়েছেন, যার মাধ্যমে তাদের নিজস্ব প্রতিভা তুলে ধরতে পারছেন।
মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীশক্তিকে উপরে তোলার চেষ্টা করছেন তারও একটি অংশ হলো স্বনির্ভর গোষ্ঠী। এই স্বনির্ভর গোষ্ঠী গুলো যাতে আরো বেশি আত্মপ্রকাশ করে এবং এর মাধ্যমে যাতে গ্রামের মহিলারা আরো বেশি আর্থিক নিরাপত্তা পেতে পারে তার জন্যই আরও ১০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছেন এই প্রকল্পে। এর ফলে গ্রামের মহিলারা আরো বেশি আর্থিক নিরাপত্তা পাবে।
গুরুত্বপূর্ন লিংক (anandadhara scheme in west bengal)
অফিসিয়াল ওয়েবসাইট | anandadhara.wb.gov.in |
সরকারি চাকরি | Click Here |