NMMSE Scholarship: রাজ্যের সমস্ত স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য একটা বড় সুখবর। বর্তমানে কেন্দ্র সরকারের ন্যাশনাল-মিন্স-কাম-মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে নবম থেকে দশম শ্রেণীর পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রতিবছর ১২০০০ টাকা করে পাবে। কেন্দ্র সরকারের তরফ থেকে এই টাকা পড়াশোনার বই ও খাতা কেনার জন্য দেওয়া হয়ে থাকে।
এক নজরে >>
এই স্কলারশিপ পাওয়ার জন্য কারা কারা আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করতে হবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।
NMMSE Scholarship: বছরে ১২০০০ টাকা ন্যাশনাল মেরিট স্কলারশিপ
এই স্কলারশিপটি মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত করা হয়। NMMS এই স্কলারশিপের সম্পূর্ণ নাম হলো National Means Cum Merit Scholarship Examination. মূলত এই স্কলারশিপ পাওয়ার জন্য অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার মেরিট লিস্টের ভিত্তিতে পরবর্তী ৪ বছর সেই ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়।
নতুন খবর: WBSEDCL New Job Recruitment 2024: বিদুৎ অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু!
স্কলারশিপের মোট পরিমাণ
অষ্টম শ্রেণীতে NMMS স্কলারশিপের পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছর ১২০০০ টাকা করে দেওয়া হয়। অর্থাৎ একজন পড়ুয়া ৪ বছরে মোট ৪৮০০০ টাকা স্কলারশিপ পেয়ে থাকে।
NMMS স্কলারশিপের প্রয়োজনীয় যোগ্যতা
এই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের NMMS স্কলারশিপের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া ইউ স্কলারশিপ পাওয়ার জন্য আরো কয়েকটি যোগ্যতা সেই পড়ুয়ার মধ্যে থাকা দরকার সেগুলি হল –
- ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারত সরকার স্বীকৃত স্কুলে পাঠরত হতে হবে।
- এছাড়া ছাত্র-ছাত্রীদের বিগত পরীক্ষায় অর্থাৎ সপ্তম শ্রেণীতে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে SC, ST ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ছাড় থাকবে।
- আবেদনকারীর পরিবারের বছরে আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকার নিচে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ছাত্র-ছাত্রীরা কিভাবে আবেদন করবে নিম্নে স্টেপ বাই স্টেপ দেওয়া হল।
- ছাত্র-ছাত্রীদের প্রথমে অফিসার ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, বাংলার শিক্ষার আই ডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- মনে রাখবে এই রেজিস্ট্রেশন করার সময় একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে যা দিয়ে পরবর্তী সময়ে ছাত্রছাত্রীরা লগইন করতে পারবে।
- এরপর নম্বর ও পাসওয়ার্ডটি দিয়ে লগইন করলে পরবর্তী ড্যাশবোর্ড খুলে যাবে।
- পরবর্তী ড্যাশবোর্ডে আপনি যাত্রীদের যাবতীয় ডকুমেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আবেদনকারীর ছবি আপলোড করে অবশেষে সাবমিট করতে হবে।
- এবং মনে করে আবেদন পত্রের প্রিন্ট আউট ও নিয়ে রাখবে।
- সর্বশেষে এই আবেদনপত্রের প্রিন্ট আউটে স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে এর সঙ্গে BDO থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে একসঙ্গে আবার আপলোড করতে হবে ।
গুরুত্বপূর্ণ লিংক
Online application Date | From 15.07.2024 to 14.08.2024 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | PDF Download |
রেজিস্ট্রেশনের লিংক | Registration |
পরীক্ষার তারিখ | 15.12.2024 |
নতুন নতুন স্কলারশিপ | Click Here |
নতুন নতুন চাকরির খবর: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা