সরকারী চাকরী

ECIL Job Recruitment 2024: ECIL দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে,

ECIL Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ECIL Job Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রইল আজকের সবচেয়ে বড় সুখবর। ECIL এর পক্ষথেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে।

এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত থাকবে? বেতন সীমা কত থাকবে? সকল প্রকার প্রশ্নের উত্তর থাকবে এই প্রতিবেদনে।

নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

ECIL Job Recruitment 2024: ECIL দপ্তরে নতুন কর্মী নিয়োগ

পদের নাম: এখানে নতুন করে জুনিয়ার টেকনিশিয়ান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, জুনিয়র টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে।

সংস্থার নাম: ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (Electronics Corporation of India Limited) এর পক্ষ থেকে এই নিয়োগ করা হবে।

বয়স সীমা

এই ECIL তে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম যেমন বয়সের ছাড় থাকে তেমনি বয়সের ছাড় থাকবে। বিস্তারিত জানার জন্য নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন।

নতুন চাকরি: WBSEDCL New Job Recruitment 2024: বিদুৎ অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু!

ECIL Job শিক্ষাগত যোগ্যতা

চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করে থাকতে হবে এর পাশাপাশি বিভিন্ন যোগ্যতার বিষয় উল্লেখ করা হয়েছে। যেকোনো একটি যোগ্যতা থাকলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন।

বেতন সীমা

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে চাকরি পাবে তাদের প্রতিমাসে ২২০০০/- থেকে ৫৫০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে মনে রাখবে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। তাই বেতন বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য অফিসের নোটিশটি মনোযোগ সহকারে দেখুন।

কিভাবে আবেদন করবে

চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের নিচে এপ্লাই এর লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি চাকরিপ্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ,WB ICDS Anganwari Job Recruitment

আবেদনের শেষ তারিখ – আগামী ৮ ই আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা খুব সহজে অনলাইনে মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন কমপ্লিট করতে পারবে।

Notice/ ApplyClick Here
নতুন চাকরি খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update