স্কলারশিপ

HDFC Badhte Kadam Scholarship 2024: ছাত্রছাত্রীরা পাবে ১০০০০০ টাকা, এই স্কলারশিপে!

HDFC Badhte Kadam Scholarship 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HDFC Badhte Kadam Scholarship 2024: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের সামনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছে HDFC ব্যাঙ্ক। চলতি বছরে HDFC ব্যাংক ছাত্রছাত্রী আর্থিক সাহায্যের জন্য এই স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপের মূল লক্ষ্য শিক্ষার্থীদের বাধা অতিক্রম করতে এবং তাদের উচ্চ শিক্ষার লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে? কি কি ডকুমেন্ট লাগবে? যোগ্যতা কি কি থাকবে? সকল বিষয় বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে আবেদন করবে।

নতুন স্কলারশিপ: WB Medhashree Scholarship 2024: মেধাশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের একাউন্টে ৮০০টাকা দেওয়া শুরু! কারা পাবে দেখুন

HDFC Badhte Kadam Scholarship 2024: ছাত্রছাত্রীরা পাবে ১০০০০০ টাকা, এই স্কলারশিপে!

সংস্থার নাম:- HDFC ব্যাঙ্ক এর পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হবে।

স্কলারশিপের পরিমাণ১০০০০০
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতামেধাবী, আর্থিক সহায়তা বিভিন্ন বিষয়।

Badhte Kadam স্কলারশিপে আবেদন করার জন্য কি কি প্রয়োজন

  • প্রথমে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • একটি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় বা কলেজে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে নথিভুক্ত হতে হবে।
  • পড়াশোনায় ভালো নম্বর থাকতে হবে।
  • আর্থিক প্রয়োজন দেখাতে হবে।

এছাড়া বিস্তারিত জানতে সি ব্যাংকের অফিসের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

আরও জানুন: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

Badhte Kadam স্কলারশিপে কিভাবে আবেদন করবেন ?

এখানে আবেদন করার জন্য নিম্নে দেওয়া পদ্ধতি গুলো অবলম্বন করুন

  • HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে স্কলারশিপে ক্লিক করতে হবে।
  • একটি অ্যাকাউন্ট তৈরি করুন বা নিজের তৈরি HDFC ব্যাংকের নেট ব্যাঙ্কিং একাউন্টে লগইন করুন।
  • আবেদন পত্র পূরণ করবেন।
  • শেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।

কি কি ডকুমেন্ট লাগবে

  • পরিচয় পত্র (আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট)
  • ঠিকানা প্রমাণ পত্র (আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট)
  • শিক্ষাগত সার্টিফিকেট ( মার্কসিট, সার্টিফিকেট)
  • পরিবার ইনকাম সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজ ফটো

সাজেশন: Hs History Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025)

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইটClick here
নতুন চাকরির খবরClick here

নতুন চাকরির: WB Utkarsh Bangla Job Recruitment 2024: রাজ্যে উৎকর্ষ বাংলায় নতুন চাকরি

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update