Hs History suggestions 2025 : প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা ইতিহাস এর ( History) সমস্ত অধ্যায় এর সাজেশন এর পিডিএফ আজ তোমরা পাবে। এই গুরুত্বপূর্ণ এক নম্বর (SAQ)এবং আট নম্বর এর প্রশ্ন গুলি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে খুব ভালো নম্বর তোমরা পাবে।
এক নজরে >>
MCQ এর জন্য তোমরা প্রত্যেকটি অধ্যায় ভালোভাবে পড়বে, আর SAQ এবং বড়ো প্রশ্নের জন্য তোমরা সাজেশন গুলি ফলো করবে। পোস্টের শেষে তোমরা পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে, পরবর্তীতে নিজেদের সুবিধার জন্য পড়তে পারবে।
Hs History Suggestions 2025 Pdf : প্রথম অধ্যায়- অতীত স্বরণ- (SAQ)
1. স্মৃতিকথা বা Memorise কী?
2. লোককথা বা Folk Tale কী?
3. কিংবদন্তী বা লৌকিক উপাখ্যান বা Legends কী?
4. কে, কবে, কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
5. মিউজিয়াম(Museum) শব্দটির মুল উৎস কী?
6. জনশ্রুতি কাকে বলে?
চাকরির খবর: WB Computer Teacher Recruitment 2024: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ!
প্রথম অধ্যায়-অতীত স্বরন – (DAQ)
1. কিংবদন্তী বা বীরগাঁথা বা Legend কাকে বলে এবং এর বৈশিষ্ট্য গুলি লেখ। কিংবদন্তি এবং পৌরানিক কাহিনীর পার্থক্য লেখ। (2+2+4)
2. অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। (8)
3. জাদুঘর কাকে বলে? অতীত পুনগঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো? (2+6)
Download PDF | Download |
Official Site | Click Here |
চাকরির খবর | Click Here |