সরকারী চাকরী

ISI Job Recruitment 2024: একাধিক শূন্যপদে ISI তে কর্মী নিয়োগ চলছে!

ISI Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ISI Job Recruitment 2024: পশ্চিমবঙ্গের বেকার যুবক- যুবতীদের জন্য আরও একটা বড়ো সুখবর। চলতি বছরে ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনিস্টিটিউট ( ISI) এর তরফ থেকে নতুন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা সহজেই এখানে আবেদন করতে পারবে।

এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? কি ভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত থাকবে? বয়সসীমা কত লাগবে? সবকিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে।

আরও পড়ুন: WB ICDS Recruitment 2024: মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল!

ISI job Recruitment 2024: একাধিক শূন্যপদে ISI তে কর্মী নিয়োগ চলছে!

নিয়োগ সংস্থা: এই বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনিস্টিটিউট (ISI) পক্ষথেকে প্রকাশিত হয়েছে।

পদের নাম: এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার গ্রেডে I অ্যাসিস্ট্যান্ট প্রফেসার গ্রেড পদে নিয়োগ করা হবে।

বয়স সীমা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে, বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়স নির্ধারণ করা হয়েছে।

নতুন খবর: WB Peon Job Vacancy 2024: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি, নিয়োগ শুরু!

শিক্ষাগত যোগ্যতা (ISI Recruitment 2024 Eligibility Criteria)

অ্যাসিস্ট্যান্ট প্রফেসার গ্রেডে I: এই পদে আবেদনকারী প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত ইউনিভারসিটি থেকে Ph.D এবং একইসঙ্গে রিসার্চ/ টিচিং/ ইন্ডাস্ট্রিয়াল তে তিন বছর কাজের অভিজ্ঞতা।

গ্রেড II : যেকোনো একটি স্বীকৃত ইউনিভারসিটি থেকে Ph.D এবং সঙ্গে তিন বছরের টিচিং অভিজ্ঞতা।

বেতন সীমা

যে সকল প্রার্থী এখানে নিযুক্ত হবে তারা সরকারি নিয়ম অনুযায়ী বেতন পাবেন।

নতুন আপডেট: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

কিভাবে আবেদন করবেন (How to apply online ISI Recruitment 2024)

প্রার্থীদের আবেদনপত্র জমা করতে অফলাইনের মাধ্যমে। এরজন্য নিচে দেওয়া  পদ্ধতি অনুসরণ করুন:

  • ১) ISI এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • ২) উপযুক্ত লিংকে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করুন।
  • ৩) A4 সাইজের প্রিন্ট আউট বের করুন।
  • ৪) ফর্মটি হাতেকলমে নির্ভুলভাবে পূরণ করুন
  • ৫) পূরণকৃত আবেদন ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় জমা দিন।

আবেদনের তারিখ: আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে আগামী ১৫ ই জুলাই ২০২৪  তারিখের মধ্যে।

নতুন চাকরির খবর: WB Computer Teacher Recruitment 2024: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ!

আবেদন ফর্ম জমা দেয়ার ঠিকানা:  To the Chief Executive (A&F), Indian Statistical Institute, 203, B. T. Road, Kolkata –700108

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল নোটিশDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.icical.ac.in

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update