Madhyamik History Suggestion 2025 Chapter 1 Answer No.2: যে সকল ছাত্র-ছাত্রীরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য Wbexamalert Bangla এর পক্ষ থেকে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে সাজেশন দেওয়া শুরু করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের সকল প্রকার প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে। এই সাজেশনগুলি পড়লে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা খুবই ভালো নম্বর পাবে।
এক নজরে >>
বিষয় | মাধ্যমিক ইতিহাস |
অধ্যায় | প্রথম অধ্যায় |
অধ্যায়ের নাম | ইতিহাসের ধারণা |
পরীক্ষার তারিখ | |
শিক্ষা পর্ষদ | wbbse |
Madhyamik History Suggestion 2025 Chapter 1 Answer No.2: মাধ্যমিক ইতিহাসের প্রথম চ্যাপ্টারের ২ নম্বর প্রশ্নের উত্তর
##প্রথম অধ্যায় ( প্রশ্নের মান 2 ) উত্তর
Q.1 সামাজিক ইতিহাস কি?
উত্তর: ১৯৬০ – এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এডিট হপ সং প্রমুখ ঐতিহাসিকের হাত ধরে জন্ম নেয় নতুন সামাজিক ইতিহাস। দরবারী ইতিহাসের পরিবর্তে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন, সামাজিক অর্থনৈতিক সম্পর্ক, ধর্ম, সংস্কৃতি তথা সামগ্রিক জীবন যাপনের কথা অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ইতিহাস চর্চায়।
Q.2 স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো? অথবা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: স্থানীয় ইতিহাস চর্চায় একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে। পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আন্তরিক সত্তা গড়ে ওঠার প্রক্রিয়া আলোচনা করা হয় ইতিহাসের বৃহত্তর আলোচনা ক্ষেত্রে যে বিষয়গুলি আপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে, যার ফলে Total History জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে।
Q.3 খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে বাংলার মোহনবাগান দল শ্বেতাঙ্গ ব্রিটিশদের পূর্ব যুদ্ধে পরাজিত করে আই.এফ.এ শিল্ড জয় লাভ করে। এই ঘটনা একাধারে প্রভু ব্রিটিশদের বিরুদ্ধে নেটিভ ভারতীয়দের জয় লাভ অন্যদিকে বঙ্গভঙ্গের যোগ্য জবাব।
Q.4 ব্রিটিশ সরকার কেন ১৮৭৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
উত্তর: নীলকরদের অত্যাচারের প্রতিবাদ ও কাবুলে ব্রিটিশ নীতির সমালোচনা করেছিল ‘। এর ফলে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের ভিত্তিতে সোমপ্রকাশের সম্পাদককে মুচলেকা ও জরিমানা দিতে বলা হয়। সোমপ্রকাশের সম্পাদক মুচলেকা বা জরিমানা দিতে অস্বীকার করায় ব্রিটিশ সরকার ১৮৭৮ খ্রিস্টাব্দে সোমপ্রকাশের প্রকাশনা বন্ধ করে দেয়।
Q.5 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?
উত্তর: জাতি- ধর্ম- বর্ণ- লিঙ্গ- শ্রেণি নির্বিশেষে সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষদের নিয়ে যে ইতিহাসচর্চা বর্তমানে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে, তা নিম্নবর্গের নাম না জানা মানুষরাই ইতিহাসের যথার্থ নায়কে পরিণত হয়েছে। এই ধারার সঙ্গে যুক্ত কয়েকজন বিখ্যাত ঐতিহাসিক হলেন রনজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র প্রমুখ।
আরও পড়ুন: HS EDUCATION Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2025)
Q.6 ‘সোমপ্রকাশ’ সাময়িক পত্রের বিষয়বস্তু কি ছিল?
উত্তর: নীতি শিক্ষামূলক সংবাদ পরিবেশন এর সংকীর্ণ গন্ডির বাইরে বেরিয়ে এসে সোমপ্রকাশই প্রথম নির্ভীক তথা নিরপেক্ষভাবে রাজনৈতিক সংবাদ এবং মতামত প্রকাশ করতে থাকে। লর্ড ডালহৌসি নির্লজ্জ গ্রাস নীতি, নিষ্ঠুর দমনন নীতি কৃষকদের দুরাবস্থা প্রভৃতির খবর দিনের পর দিন সাহসে ছেপেছে সোমপ্রকাশ। এছাড়াও বিধবা বিবাহ, বহুবিবাহ, শিক্ষা বিস্তার, বিজ্ঞান চর্চা প্রকৃতি সম্পর্কে নানাবিধ প্রতিবেদন এতে নিয়মিত প্রকাশিত হত। অত্যাচারী নীলকর ও দমনপিরণমূলক নীল চাষের বিরুদ্ধে যেন সংগ্রামীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সোমপ্রকাশ।
Q.7 আধুনিক ইতিহাস চর্চায় সাধারণ মানুষের উপর বেশি জোর দেওয়া হয় কেন?
উত্তর: আধুনিক ইতিহাস চর্চা সমগ্রতার সন্ধানী। সমাজে অস্তিত্ব আছে কিন্তু সাবেক ইতিহাসে স্থান পায়নি- এমন সবকিছুই আধুনিক ইতিহাসের বিষয়বস্তু। স্বভাবতই সমাজের সাধারণ মানুষ, তাদের কাজকর্ম, চিন্তাভাবনা, ধর্ম, পোশাক পরিচ্ছদ, খেলাধুলা, খাদ্যাভ্যাস প্রভৃতি সবকিছুই ইতিহাস চর্চার অবিচ্ছেদ্য অঙ্গ।
Q.8 রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ” আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: কবিগুরুর আত্মজীবনী থেকে ঠাকুরবাড়ির নানান তথ্য, ইংরেজি ভাষা ও সাহেরি আদব-কায়দা সম্পর্কে বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি, হিন্দু মেলা সম্পর্কিত নানান তথ্য, স্বদেশী আনার প্রতি ঠাকুর পরিবারের আগ্রহ ও উদ্যোগ প্রকৃতি সম্পর্কে মনোজ্ঞ বিবরণ পাওয়া যায়। গ্রন্থটি আধুনিক ভারতের ইতিহাস চর্চার অমূল্য উপাদান।
সরকারী চাকরি: Midnapore Medical College & Hospital Recruitment 2024: অষ্টম শ্রেণী পাশে কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ চলছে!
Q.9 নারীবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো?
উত্তর: সাবেক ইতিহাসে উপেক্ষিতা নারী সমাজের ভূমিকা পূর্ণ মূল্যায়নের লক্ষ্যে বর্তমানে যে ইতিহাস চর্চার ধারণা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে, তার নারীবাদী ইতিহাস চর্চা নামে পরিচিত। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সময়কালে সমাজে নারীর পরিবর্তিত অবস্থান, ধর্ম কর্ম গার্হস্থ্য ও শিল্প উৎপাদন কর্মী, নারীর অংশগ্রহণ প্রভৃতিকে চিহ্নিত করা নারীবাদী ইতিহাস চর্চার মূল প্রতিপাদ্য জে.কৃষ্ণমূর্তি, বি. আর .নন্দা, প্রমুখ এই ধারার উল্লেখযোগ্য ঐতিহাসিক।
Q.10 ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো?
উত্তর: বর্তমানে আমাদের জীবন চর্চায় ইন্টারনেটের ব্যবহার এক বহুল প্রচলিত বিষয় এবং এর কিছু বিশেষ সুবিধা রয়েছে।
- দেশ-বিদেশের বিভিন্ন নথিপত্র ইন্টারনেটে আপলোড করা থাকে। Google নামক সার্চ ইঞ্জিনের সাহায্যে সামান্যতম পরিশ্রমে ঘরে বসেই এই তথ্য ভান্ডার থেকে জ্ঞান আরোহন করা যায়।
- ইন্টারনেট জ্ঞান লাভের অত্যন্ত সাশ্রয়ী এক মাধ্যম। এর সাহায্যে নামমাত্র খরচে তথ্যাদি আরোহন করা সম্ভব।
গুরুত্বপূর্ণ লিংক
শিক্ষা পর্ষদ | Click Here |
নতুন আপডেট | Click Here |