Midnapore Medical College & Hospital Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল অপেক্ষারত ছাত্র – ছাত্রীদের জন্য সুখবর। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পক্ষ থেকে এক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।
Midnapore Medical College & Hospital Recruitment 2024 Details: অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ
পদের নাম: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এই কর্মী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা: এখানে মোট ০৩ পদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: এখানে চাকরিরত প্রার্থীদের মাসে ৪,৯০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: National Investigation Agency Recruitment 2025:ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! বেতন ২৯,২০০ টাকা
Midnapore Medical College & Hospital Recruitment 2024 Criteria: অষ্টম শ্রেণী পাশে নতুন করে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদেরকে যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
বয়স সীমা: প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ৪০ বছরের ভিতরে হতে হবে।
How to Apply Midnapore Medical College & Hospital Recruitment 2024 2024: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রাথীদের আবেদন পত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সকল প্রার্থীরা আবেদন করেতে ইচ্ছুক তারা নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করলেই সহজে আবেদন করতে পারবে।
- প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করুন।
- এরপর ফরমটি প্রিন্ট করে যথাযথ তথ্য পূরণ এবং সঙ্গে প্রয়োজনীয় নথি গুলি জেরক্স করে সংযুক্ত করুন।
- তারপর ফর্ম ও নথি একটি খামে ভরে নির্ধারিত ঠিকানায় জমা করুন।
স্কলারশিপ: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কাদের জন্য জানুন বিস্তারিত,(Swami Vivekananda scholarship SVMCM)
প্রয়োজনীয় নথিপত্র:
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- জন্ম সার্টিফিকেট,
- আধার বা ভোটার কার্ড,
- পাসপোর্ট সাইজ ফটো,
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু | ২২ /১১ /২০২৪ |
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ | ৩১ /১২/২০২৪ |
গুরুত্বপূর্ন লিংক
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন ফর্ম | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
সরকারি চাকরি | Click Here |