সরকারী চাকরী

WB Asha Karmi Recruitment 2024 : মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু,

WB Asha Karmi Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Asha Karmi Recruitment 2024: পশ্চিমবঙ্গে সকল চাকরিপ্রার্থীর জন্য রইল আরও একটা নতুন বড় খুশির খবর। চলতি বছরে রাজ্যে মিশন অধিকর্তা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে আশা কর্মী পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে।

জেলা সদর ও উলুবেরিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশা কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে। WB Asha Karmi Recruitment 2024

আরও পড়ুন: WB Peon Job Vacancy 2024: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি, নিয়োগ শুরু!

WB Asha Karmi Recruitment 2024 : মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বিস্তারিত

পদের নাম: এখানে নতুন করে ৪৮ টি গ্রাম পঞ্চায়েতে আশা কর্মী পদে নতুন নিয়োগ শুরু হয়েছে।

বয়স সীমা ( Age Limit)

সাধারণত চাকরিপ্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০ ২৪ তারিখ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এর পাশাপাশি (ST, SC) তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছর বয়স এর মধ্যে হলে আবেদনযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীকে স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হব।

নতুন আপডেট: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

বেতন সীমা (Salary )

সরকারী নিয়ম অনুযায়ী চাকরি পাওয়া প্রার্থীকে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া ( Selection Process)

এখানে চাকরি প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। তার আগে মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তিকরে প্রার্থী নির্ধারন করা হবে।

আবেদন পদ্ধতি ( How to Apply WB Asha Karmi Recruitment 2024?)

আগ্রহী সকল চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে।

  • প্রথমে আবেদন পাত্রটি ডাউনলোড করে নিতে হবে।
  • তারপরে সেটি সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে মুখ বন্ধ খামে ভরে সঠিক সময়ে পৌঁছে দিতে হবে।

আবেদন পত্রের জন্য যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলি হল –

  • জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • এলাকার বাসিন্দার হিসাবে ভোটার পরিচয়পত্র বা আধার কার্ড
  • সাম্প্রতিক ২ কফি পাসপোর্ট সাইজ ফটো
  • এছাড়া যারা st, sc সম্প্রদায় কাস্টের প্রমাণ পত্র

নতুন চাকরির খবর: WB Clerk Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, অনলাইনে আবেদন শুরু

আবেদন শেষ তারিখ : আগামী ৩১ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ভালো করে পড়ে অথবা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে শুনে আবেদন করবেন।

NotificationDownload
নতুন চাকরি খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update