WB Govt Job Recruitment 2024: রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। ফের রাজ্যে DM অফিস কর্তৃক 7 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। নূন্যতম 18 বছর বয়স হলেই আবেদন করতে পারবে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বয়স সীমা কত লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সব কিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আরও পড়ুন: WB Health Job Recruitment 2024: স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন
WB Govt Job Recruitment 2024 Details: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ
পদের নাম: সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম গুলি হল-
- হাউস মাদার পদ।
- হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদ।
- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদ।
- কাউন্সেলর পদ।
- নার্স পদ।
- রাঁধুনি পদ।
- আয়া পদ।
মোট শূন্য পদ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট শূন্য পদের সংখ্যা ১১ টি। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য ভিন্ন পদ রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
সরকারী চাকরি: Supreme Court JCA Job Recruitment: সুপ্রিম কোর্টে বিপুল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
বয়স সীমা: আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বয়স সীমা নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে থাকতে হবে। তবে এই বয়স হিসাব করতে হবে ১৩/১২/২০২৪ অনুযায়ী। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
WB Govt Job Recruitment 2024 criteria: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: এখানে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে তা নিম্নে দেওয়া হল ।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
হেল্পার কাম নাইট ওয়াচম্যান | স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। |
কাউন্সেল | স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। |
হাউস মাদার | স্বীকৃতি কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। |
নার্স | মাধ্যমিক |
রাঁধুনি | মাধ্যমিক |
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার | মাধ্যমিক |
আয়া | মাধ্যমিক |
বেতন সীমা: আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ন্যূনতম ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৩,১৭০ টাকা।
How to Apply for WB Govt Job Recruitment 2024: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
- তার জন্য আবেদনকারী কে প্রথমে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অফিসিয়াল (coochbehar.gov.in) ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
স্কলারশিপ: HDFC Badhte Kadam Scholarship 2024: ছাত্রছাত্রীরা পাবে ১০০০০০ টাকা, এই স্কলারশিপে!
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার এবং ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য ডাকা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু | 14/12/2024 |
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ | 04/01/2025 |
নতুন চাকরি: National Investigation Agency Recruitment 2025:ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! বেতন ২৯,২০০ টাকা
গুরুত্বপূর্ন লিংক
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন লিংক | Apply Online |
অফিসিয়াল ওয়েবসাইট | coochbehar.gov.in |
সরকারি চাকরি | Click Here |