সরকারী চাকরী

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ,WB ICDS Anganwari Job Recruitment

WB ICDS Anganwari Job Recruitment
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS Anganwari Job Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ICDS অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এই সুযোগেই অনেকের ICDS অঙ্গনওয়াড়িতে চাকরি করার স্বপ্ন পূরণ হতে পারে।

ইচ্ছুক প্রার্থীরা এখানে কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এর প্রতিবেদনে।

চাকরির খবর: WB Hostel Staff Job Recruitment 2024: হোস্টেল স্টাফ পদে কর্মী নিয়োগ

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ, WB ICDS Anganwari Job Recruitment 2024

পদের নাম: এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা  পদে কর্মী নিয়োগ করা হবে

বয়স সীমা

যে সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করবে তাদের বয়স সীমা ন্যূনতম ১৮ বছর হতে হবে।

ICDS শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যে সমস্ত চাকরি-প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা এর সমতুল্য যে কোন যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

ICDS বেতন সীমা

সরকারি নিয়ম অনুযায়ী এখানে যে সকল চাকরিপ্রার্থী একদিন নিযুক্ত হবেন তাদের উপযুক্ত বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন জানানোর জন্য প্রথমে

  • প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপর চাকরি-প্রার্থীদের ফটো ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে অবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।
  • এখানে আবেদন করার আগে বেশ কয়েকটি তথ্য ভালোভাবে জেনে নিতে হবে- এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের আগে থেকে ফটো সিগনেচার রেডি করে রাখতে হবে, যেখানে ফটো সিগনেচারের সাইজ রাখতে হবে ২০ কেবি থেকে ৫০ কেবির মধ্যে।

স্কলারশিপ: WB Gram Panchayat Job Apply Process 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদে নিয়োগ শুরু?

ডকুমেন্ট কি কি লাগবে

এখানে আবেদন করার পূর্বে চাকরি প্রার্থীদের কে যে সকল ডকমেন্টলি রেডি করে রাখতে হবে সেগুলি হল-

  • সকল প্রকার শেখগত যোগ্যতার প্রমান পত্র
  • বয়সের প্রমাণপত্র
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • প্রার্থীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড
  • আবেদনকারীর নিজস্ব ফটো ও সিগনেচার

নিয়োগ পদ্ধতি

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে 90 নাম্বারের এবং যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এর জন্য টাকা হবে এবং 10 নাম্বারের ইন্টারভিউ হবে। এই পরীক্ষার সিলেবাস জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ

এখানে সরাসরি অনলাইনে আবেদন জানানো যাবে ২৫-৭-২০২৪ তারিখ থেকে এবং আবেদন চলবে ২৫/৮/২০২৪ তারিখ পর্যন্ত।এই চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।

সাজেশন: HS History Suggestions 2025 Part 4 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 পার্ট 4)

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল নোটিফিকেশনClick Here
আবেদন করুনClick Here
নতুন চাকরির খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update