HS History Suggestions 2025 Part 4: প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের ভালো সাফল্য কামনা করে Wbexamalert বাংলা । তাই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমরা সাজেশন দেওয়া শুরু করেছি। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এগুলি যদি তোমরা ভালোভাবে প্রাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় কিছু Comon পেতে পারো।
এক নজরে >>
HS History Suggestions 2025 Part 4 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 পার্ট 4)
Q.1 ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা কর।
Ans— অবশিল্পায়নের কারণ:-
অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয় কে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে এর কারণগুলি হল-
১) ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি:-
ইংল্যান্ডের কলকারখানায় প্রয়োজনীয় কাঁচামাল যেমন -তুলো ,নীল, রেশম , চা,কফি ইত্যাদি ইংল্যান্ডে পাঠাতে থাকে কোম্পানি ।ফলে দেশীয় শিল্পের অবনতি দেখা দেয় কাঁচামালের অভাবে।
নতুন চাকরি: WB Gram Panchayat Job Apply Process 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদে নিয়োগ শুরু?
২) ইংল্যান্ডের শিল্প বিপ্লব:-
ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটলে সেখানকার কলকারখানায় উন্নত মানের সস্তা শিল্প সামগ্রী উৎপাদন শুরু হয় ।এই উন্নতমানের সমস্ত শিল্প সামগ্রী ভারত ও বিশ্বের বাজার দখল ফেলে ,এর ফলে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটে।
৩) কোম্পানির অসম শুল্কনীতি:-
ইংরেজ কোম্পানি দেশীয় শিল্প ধ্বংস করার জন্য ভারতে উৎপাদিত শিল্প সামগ্রীর উপর আর্থিক হারে শুল্ক আরোপ করেছিল।
স্কলারশিপ: Valvoline Muskaan Scholarship: এবার ছাত্র ছাত্রীরা পাবে ১২০০০ টাকা! সুখবর
৪) কোম্পানির অবাধ বাণিজ্য নীতি
১৮১৩ সালে সনদ আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয় ,ফলে ইংল্যান্ডে উৎপাদিত সামগ্রী তে ভারতের বাজার ভরে যাওয়ায় ভারতীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে।
৫) নির্যাতন ও বঞ্চনা:-
উপনিবেশিক শাসনকালে দাদন প্রথা ও কমিশন প্রথা প্রভৃতির মাধ্যমে ব্রিটিশ সরকারের শোষণ নির্যাতন এবং বঞ্চনার দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়।
চাকরি খবর: WBSEDCL New Job Recruitment 2024: বিদুৎ অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু!
৬) অন্যান্য কারণ:-
উপরিউক্ত কারণগুলি ছাড়াও ভারতীয় শিল্পের পৃষ্ঠপোষকতা ও ক্রেতার অভাব, রাজনৈতিক বিশৃঙ্খলতা ,মূলধনের অভাব ইত্যাদির কারণ ও সমানভাবে দায়ী ছিল।
অবশিল্পায়নের ফলে বিভিন্ন দেশীয় শিল্প বিনষ্ট ও লুপ্ত হয় ফলে ভারতে নেমে আসে সর্বগ্রাসী হতাশার অন্ধকার।
অবশিল্পায়নের ফলাফল :-
অবশিল্পায়নের ফলে বাংলা তথা ভারতের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছিল ,অবশিল্পায়নের ফলাফল গুলি নিম্নে আলোচনা করা হলো-
১) কৃষির ওপর চাপ বৃদ্ধি:-
শিল্পী ও কারিগরিরা কর্মোচ্যুত হয়ে জমির ওপরে নির্ভরশীল হয়ে পড়ে, এইভাবে কৃষি কাজে নিযুক্ত হওয়ার কারণে কৃষির ওপর চাপ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।
২) কাঁচামাল রপ্তানি:-
অবশিল্পায়ন ভারতকে নিছক কাঁচামাল রপ্তানিকারক এক দেশে পরিণত করেছিল । ইংরেজ বনিকে সম্প্রদায় ও ইংরেজ দের স্বার্থে বিপুল পরিমাণে কাঁচামাল উৎপাদন করতে গিয়ে ভারতীয়দের কৃষির ওপর নির্ভরতা ক্রমশ বাড়াতে থাকে।
৩) শহর গুলির জনবিরল অঞ্চলে পরিণত হওয়া:-
অবশিল্পায়নের ফলে ঢাকা ,মুর্শিদাবাদ, সুরাট প্রভৃতি ঘনবসতি ও শিল্পসমৃদ্ধ শহরগুলি জনবিরল অঞ্চলে পরিণত হয়।
নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি
৪) ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে ভাঙ্গন:-
ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে ভাঙ্গন ধরেছিল অবশিল্পায়নের ফলে ।কৃষির মরসুম ছাড়া অন্য সময় কোন কাজ না পাওয়ায় আয়ের গড় কমতে থাকে।
৫) সুক্ষ ও সৌখিন শিল্পের অপমৃত্যু:-
ইংরেজ কোম্পানি এ দেশের সাম্রাজ্য বিস্তারের ফলে দেশীয় রাজ্যগুলি দখল করে নেয় । দেশীয় রাজ্যগুলোকে কোম্পানি পরিণত করে বিদেশি পণ্যের বাজারে ।এই বাজার গুলিতে সূক্ষ্ম ও সৌখিন শিল্প স্থান না পাওয়ায় এগুলির অপমৃত্যু ঘটতে থাকে।
মরিচ ডি মরিচ অবশিল্পায়ন সম্পর্কে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের ধারণাকে মিথ্যা বললেও, অবশিল্পায়নকে একটি বাস্তব ঘটনা বলে মনে করেন ড বিপান চন্দ্র ,সব্যসাচী ভট্টাচার্য প্রমুখ ঐতিহাসিকগণ।
গুরুত্বপূর্ণ লিংক
শিক্ষা পর্ষদ | Click Here |
নতুন আপডেট | Click Here |