Wb New Panchayat Job Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় খুশির খবর। চলতি বছরে জেলা পরিষদের পক্ষথেকে পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এক নজরে >>
আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে। তাই অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নতুন খবর: WB Ayush Scheme Job Recruitment 2024: রাজ্যে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে, আবেদন পদ্ধতি
Wb New Panchayat Job Recruitment 2024 Details: পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ বিস্তারিত
পদের নাম: পঞ্চায়েত Level – HMO/AMO পদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন: আবেদন করার পর যে চাকরি প্রার্থী নিযুক্ত হবে তাকে প্রতিমাসে ১৬০০০/- টাকা বেতন প্রদান করা হবে।
Wb New Panchayat Job Recruitment 2024 Eligibility Criteria: কারা আবেদন করতে পারবে
বয়স সীমা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে বয়স হতে হবে 01/01/2024 অনুযায়ী।
সরকারি চাকরি: GDS পদের প্রথম মেধাতালিকা প্রকাশ হল পোস্ট অফিসের পক্ষ থেকে, WB GDS merit list 2024
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস সহ আরো কিছু শিক্ষকতা যোগ্যতা লাগছে অবশ্যই সেগুলো থাকলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
How to Apply for the Wb New Panchayat Job Recruitment 2024 ( কারা আবেদন করতে পারবে)
নিয়োগ প্রক্রিয়া: এখানে প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইন আবেদন করতে হবে। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে ডাউনলোড করে A4পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে ফিলাপ করে নির্দিষ্ট দিনে ও সময় ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নিয়ে যেতে হবে আরো বিশদ ভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্ব ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যেতে পারেন।
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
আবেদনের শেষ তারিখ: আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী ২৭/০৮/২০২৪।
গুরুত্বপূর্ন লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | north24parganas.gov.in |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
নতুন চাকরির খবর | Click Here |