WB Railway Job Vacancy 2024: পশ্চিমবঙ্গের সকল চাকরি-প্রার্থীদের জন্য বড় খুশির খবর। চলতি বছরে পশ্চিমবঙ্গে ভারতীয় রেলে একসঙ্গে ৭,৯৫১টি শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ইচ্ছুক প্রার্থীদেরকে আগামী ২৯ শে আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বয়স সীমা কত লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই প্রতিবেদনটি ভালো করে পড়ি নিজের দায়িত্বে আবেদন করবেন।railway recruitment 2024 apply online
নতুন চাকরি: WB ICDS Anganwadi Result Published 2024, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী রেজাল্ট প্রকাশিত হলো
WB Railway Job Vacancy 2024 Details: ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ বিস্তারিত
পদের নাম: ভারতীয় রেলে একই সঙ্গে অনেক গুলি পদে নিয়োগ শুরু হয়েছে। বিস্তারিত নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নেবে।
মোট শূন্য পদ: এখানে 7951টি শূন্য পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
বেতন সীমা: কোন প্রার্থী আবেদন করার পর চাকরিতে নিযুক্ত হলে তাকে শুরুতে প্রতি মাসে ৪৪,৯০০/- টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও আরো অনেক সুযোগ-সুবিধা রয়েছে এই চাকরিতে।
আরও পড়ুন: WB Municipal Job Vacancy 2024: রাজ্যে পৌরসভাতে নতুন করে কর্মী নিয়োগ শুরু
WB Railway Job Vacancy 2024 Eligibility Criteria: আবেদন করার জন্য কি কি থাকা দরকার
বয়স সীমা: যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের বয়স ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে । তবে এই বয়স হিসাব করতে হবে চাকরিপ্রার্থীদের 01/01/2024 তারিখ অনুযায়ী। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে SC/ST/OBC বয়সের ছাড় দেওয়া হয় সেভাবে থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: ভারতীয় রেলে কর্মী নিয়োগ জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা বিষয়ে জানার জন্য অফিশিয়াল নোটিশটি একবার দেখুন।
How to apply for WB Railway Job Vacancy 2024: কিভাবে আবেদন করবে
শিক্ষাগত যোগ্যতা: এখানে একসঙ্গে বিভিন্ন পদে ভারতীয় রেলে নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা বিষয়ে জানার জন্য অফিশিয়াল নোটিশটি একবার দেখুন।
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
নিয়োগ প্রক্রিয়া: এখানে নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে সম্পূর্ণ করা হবে।
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) এর দুটি ধাপ থাকবে
- তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন (DV) এবং মেডিকেল পরীক্ষা (ME)।
আবেদন ফী: জেনারেল দের ৫০০/- টাকা এবং SC/ST, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or
Economically Backward Class (EBC). (Caution to Candidates: EBC should not be confused
with OBC or EWS) ২৫০/- টাকা
Categories I Communities of Candidates | Fee |
For all candidates (except categories mentioned below at SI. No. 2). Out of this fee of ₹500/-, an amount of ₹400/- shall be refunded duly deducting bank charges, on appearing in 1st stage CBT | ₹500/ |
For candidates who belong to SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC). (Caution to Candidates: EBC should not be confused with OBC or EWS). This fee of ₹250/- shall be refunded duly deducting bank charges as applicable, on appearing in 1st stage CBT | ₹250/- |
st stage CBT will get a refund of their examination fee as mentioned above
আবেদন পদ্ধতি: চাকরি প্রার্থীরা তাদের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে জানতে পারবে। এই প্রতিবেদনের নিচে অথবা বিজ্ঞপ্তিতে এপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি চাকরিপ্রার্থীরা বাড়িতে বসে নিজের মোবাইলে অথবা কম্পিউটারে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনে পূর্বে অবশ্যই বিজ্ঞপ্তিটি পরে তারপরে আবেদন করবে ।
সরকারী চাকরি: ১৮ হাজার টাকা বেতনের চাকরি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে, WB Govt Job Recruitment 2024
আবেদনের শেষ তারিখ: আগামী 29/08/2024 তারিখ পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবেন।
Notification | Download |
Apply Link | Click Here |
নতুন চাকরির খবর | Click here |