WBPSC Fire Operator Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল দীর্ঘ অপেক্ষারত চাকরি প্রার্থীদের জন্য রইলো বড়ো সুখবর। চলতি বছরে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষথেকে দমকল বাহিনীতে ফায়ার অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে গত কয়েকদিন আগে।
এক নজরে >>
যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছেন তাদের বয়স কি লাগবে? কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সকল প্রকার প্রশ্নের উত্তর পাবে এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষপর্যন্ত পড়ে এবং pdf ডাউনলোড করে দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।
WBPSC Fire Operator Recruitment 2024: রাজ্যে মাধ্যমিক পাশে দমকল বাহিনীতে কর্মী নিয়োগ!
পদের নাম: WBPSC এর মাধ্যমে প্রকাশিত দমকল বাহিনীর ফায়ার অপারেটর পদে কর্মী নিয়োগ হবে।
মোট শূন্যপদ: অফিসিয়াল নোটিশ অনুসারে অনুমান করা হয়েছে এখানে ১০০০ এর বেশি শূন্যপদ রয়েছে।
নতুন খবর: WB Asha Karmi Recruitment 2024 : মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু,
শিক্ষাগত যোগ্যতা
দমকল বাহিনীর ফায়ার অপারেটর পদে মাধ্যমিক পাশ ও গ্র্যাজুয়েশন পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন।
বয়সসীমা ( Age Limit)
এখানে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীর বয়স নুন্যতম 18 বছর থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে।
নতুন আপডেট: WB Computer Teacher Recruitment 2024: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ!
মাসিক বেতন ( Salary)
আগ্রহী চাকরি প্রার্থী এখানে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন হিসাবে পাবেন ২৫,০০০/- টাকা।
আবেদন করবেন কিভাবে (How to apply for WBPSC Fire Operator Recruitment 2024?)
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দমকল বাহিনীর ফায়ার অপারেটর পদে আগ্রহী প্রার্থীদের কে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কে সবার প্রথম WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন লিংকে ক্লিক করবেন। তারপর একটি পেজ ওপেন হবে সেখানে আবেদনকারীর নাম, স্থানীয় ঠিকানা, জন্মতারিখ শিক্ষাগত যোগ্যতা সহ আরো যা যা তথ্য প্রয়োজন হচ্ছে সেগুলো দিয়ে ফর্মটি ফিলাপ করবেন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করবেন। তারপর একবার ভালোভাবে যাচাই করে নিয়ে পাশে থাকা সাবমিট বাটনে ক্লিক করবেন।
আবেদনের সময়সীমা: এখানে আবেদনটি এখনও পর্যন্ত শুরু হয়নি। তবে অফিসিয়াল নোটিশ অনুযায়ী জানা গিয়েছে যে খুব শীঘ্রই আবেদন শুরু হয়ে যাবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আগ্রহী প্রার্থীদের বেশকয়েকটি ধাপে চাকরির জন্য নির্বাচিত করা হবে, যেমন-
- লিখিত পরীক্ষা
- শারীরিক পরিমাপ পরীক্ষা
- সহ্যশক্তির পরীক্ষা
- ও সবার শেষে ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | www.psc.wb.gov.in |
অন্যান্য চাকরির আপডেট | View More |