উচ্চমাধ্যমিক, নোটস ও সাজেশন

HS History Suggestions 2025 Part 4 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 পার্ট 4)

HS History Suggestions 2025 Part 4
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HS History Suggestions 2025 Part 4: প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের ভালো সাফল্য কামনা করে Wbexamalert বাংলা । তাই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমরা সাজেশন দেওয়া শুরু করেছি। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এগুলি যদি তোমরা ভালোভাবে প্রাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় কিছু Comon পেতে পারো।

HS History Suggestions 2025 Part 4 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 পার্ট 4)

Q.1 ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা কর।

Ans— অবশিল্পায়নের কারণ:-

অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয় কে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে এর কারণগুলি হল-

১) ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি:-

ইংল্যান্ডের কলকারখানায় প্রয়োজনীয় কাঁচামাল যেমন -তুলো ,নীল, রেশম , চা,কফি ইত্যাদি ইংল্যান্ডে পাঠাতে থাকে কোম্পানি ।ফলে দেশীয় শিল্পের অবনতি দেখা দেয় কাঁচামালের অভাবে।

নতুন চাকরি: WB Gram Panchayat Job Apply Process 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদে নিয়োগ শুরু?

২) ইংল্যান্ডের শিল্প বিপ্লব:-

ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটলে সেখানকার কলকারখানায় উন্নত মানের সস্তা শিল্প সামগ্রী উৎপাদন শুরু হয় ।এই উন্নতমানের সমস্ত শিল্প সামগ্রী ভারত ও বিশ্বের বাজার দখল ফেলে ,এর ফলে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটে।

৩) কোম্পানির অসম শুল্কনীতি:-

ইংরেজ কোম্পানি দেশীয় শিল্প ধ্বংস করার জন্য ভারতে উৎপাদিত শিল্প সামগ্রীর উপর আর্থিক হারে শুল্ক আরোপ করেছিল।

স্কলারশিপ: Valvoline Muskaan Scholarship: এবার ছাত্র ছাত্রীরা পাবে ১২০০০ টাকা! সুখবর

৪) কোম্পানির অবাধ বাণিজ্য নীতি

১৮১৩ সালে সনদ আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয় ,ফলে ইংল্যান্ডে উৎপাদিত সামগ্রী তে ভারতের বাজার ভরে যাওয়ায় ভারতীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে।

৫) নির্যাতন ও বঞ্চনা:-

উপনিবেশিক শাসনকালে দাদন প্রথা ও কমিশন প্রথা প্রভৃতির মাধ্যমে ব্রিটিশ সরকারের শোষণ নির্যাতন এবং বঞ্চনার দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়।

চাকরি খবর: WBSEDCL New Job Recruitment 2024: বিদুৎ অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু!

৬) অন্যান্য কারণ:-

উপরিউক্ত কারণগুলি ছাড়াও ভারতীয় শিল্পের পৃষ্ঠপোষকতা ও ক্রেতার অভাব, রাজনৈতিক বিশৃঙ্খলতা ,মূলধনের অভাব ইত্যাদির কারণ ও সমানভাবে দায়ী ছিল।

অবশিল্পায়নের ফলে বিভিন্ন দেশীয় শিল্প বিনষ্ট ও লুপ্ত হয় ফলে ভারতে নেমে আসে সর্বগ্রাসী হতাশার অন্ধকার।

অবশিল্পায়নের ফলাফল :-

অবশিল্পায়নের ফলে বাংলা তথা ভারতের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছিল ,অবশিল্পায়নের ফলাফল গুলি নিম্নে আলোচনা করা হলো-

১) কৃষির ওপর চাপ বৃদ্ধি:-

শিল্পী ও কারিগরিরা কর্মোচ্যুত হয়ে জমির ওপরে নির্ভরশীল হয়ে পড়ে, এইভাবে কৃষি কাজে নিযুক্ত হওয়ার কারণে কৃষির ওপর চাপ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।

২) কাঁচামাল রপ্তানি:-

অবশিল্পায়ন ভারতকে নিছক কাঁচামাল রপ্তানিকারক এক দেশে পরিণত করেছিল । ইংরেজ বনিকে সম্প্রদায় ও ইংরেজ দের স্বার্থে বিপুল পরিমাণে কাঁচামাল উৎপাদন করতে গিয়ে ভারতীয়দের কৃষির ওপর নির্ভরতা ক্রমশ বাড়াতে থাকে।

৩) শহর গুলির জনবিরল অঞ্চলে পরিণত হওয়া:-

অবশিল্পায়নের ফলে ঢাকা ,মুর্শিদাবাদ, সুরাট প্রভৃতি ঘনবসতি ও শিল্পসমৃদ্ধ শহরগুলি জনবিরল অঞ্চলে পরিণত হয়।

নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

৪) ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে ভাঙ্গন:-

ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে ভাঙ্গন ধরেছিল অবশিল্পায়নের ফলে ।কৃষির মরসুম ছাড়া অন্য সময় কোন কাজ না পাওয়ায় আয়ের গড় কমতে থাকে।

৫) সুক্ষ ও সৌখিন শিল্পের অপমৃত্যু:-

ইংরেজ কোম্পানি এ দেশের সাম্রাজ্য বিস্তারের ফলে দেশীয় রাজ্যগুলি দখল করে নেয় । দেশীয় রাজ্যগুলোকে কোম্পানি পরিণত করে বিদেশি পণ্যের বাজারে ।এই বাজার গুলিতে সূক্ষ্ম ও সৌখিন শিল্প স্থান না পাওয়ায় এগুলির অপমৃত্যু ঘটতে থাকে।

মরিচ ডি মরিচ অবশিল্পায়ন সম্পর্কে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের ধারণাকে মিথ্যা বললেও, অবশিল্পায়নকে একটি বাস্তব ঘটনা বলে মনে করেন ড বিপান চন্দ্র ,সব্যসাচী ভট্টাচার্য প্রমুখ ঐতিহাসিকগণ।

উচ্চ মাধ্যমিক সাজেশন নম্বর এখন হাতের মুঠোয়

গুরুত্বপূর্ণ লিংক

শিক্ষা পর্ষদClick Here
নতুন আপডেটClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Subhadip Pal

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update