Food Inspector Recruitment 2024: চলতি বছরের অপেক্ষারত চাকরি প্রার্থীদের জন্য রইলো বড়ো সুখবর। বর্তমানে ফুড ইন্সপেক্টর ও সেফটি অফিসার পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল আগ্রহী চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা খুবই সহজে আবেদন করতে পারবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? কি ভাবে আবেদন করবেন? বেতন সীমা কত থাকবে? বয়স সীমা কত থাকলে আবেদন করতে পারবে? সকল প্রকার প্রশ্নের উত্তর পাবে এই প্রতিবেদনে। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নতুন আপডেট: WBPSC Fire Operator Recruitment 2024: রাজ্যে মাধ্যমিক পাশে দমকল বাহিনীতে কর্মী নিয়োগ চলছে! বেতন ২৫,০০০ টাকা
Food Inspector Recruitment 2024: ফুড ইন্সপেক্টর ও সেফটি অফিসার পদে নিয়োগ
পদের নাম:- ফুড ইন্সপেক্টর (Food Inspector) এবং ফুড সেফটি অফিসার (Food Safety Officer) পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন কবে তাদের বয়স নুন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে থাকতে হবে।
মাসিক বেতন (Food Inspector Salary)
এখানে আবেদন করার পর যারা পাকাপাকি চাকরি পাবেন তাদের ন্যূনতম মাসিক বেতন ৩৯ হাজার ৯০০ টাকা থেকে শুরু হবে এবং সর্বোচ্চ মাসিক বেতন হবে ১ লক্ষ ২৬ হাজার ৬০০ টাকা পর্যন্ত।
মোট শুন্যপদ ( Total Vacancy)
ফুড ইন্সপেক্টর ও সেফটি অফিসার পদে মোট ৩০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি পাওয়ার জন্য সবার প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি (Preliminary ) এবং মেইন পরীক্ষা (Mains Examination) দিয়ে তারপর ইন্টারভিউ (Interview) এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
কিভাবে করবেন আবেদন?
অনলাইনের (Online) মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীকে নিজস্ব সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ (Form Fillup) করতে হবে এবং তারপর সাবমিট (Submit) করে ফর্মের প্রিন্ট আউট (Print Out) বার করে নিজের কাছে রেখে দিতে হবে।
আরও পড়ুন: WB Asha Karmi Recruitment 2024 : মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু,
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Download Pdf |
অনলাইনে আবেদন | Apply Now |